বর্ণমেলার গান

প্রতিবছরের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বর্ণমেলার আয়োজন করেছে প্রথম আলো। গতকাল ঢাকার সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে গান করেছেন চার সংগীতশিল্পী। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করছে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্র্যান্ড মেরিল বেবি। সহযোগিতা করছে সেপনিল, সুপারমম।
১ / ৪
বর্ণমেলার মঞ্চে প্রত্যেকেই একটি গান পরিবেশন করেছেন। আমন্ত্রিত অতিথি, উপস্থিত শিশু–কিশোর ও অভিভাবকদের সামনে ‘মাগো আর তোমাকে ঘুমপাড়ানি মাসি হতে দেব না’ পরিবেশন করেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নী। ছবি: জাহিদুল করিম
আরও পড়ুন
২ / ৪
‘বন্ধু বাজাও সুর’ গাইলেন সংগীতশিল্পী আরজিন কামাল। ছবি: প্রথম আলো
৩ / ৪
‘আমি বাংলার গান গাই’ পরিবেশন করেন সংগীতশিল্পী ওয়ারদা আশরাফ। ছবি: প্রথম আলো
৪ / ৪
কোক স্টুডিও বাংলার আলোচিত গান ‘নাসেক নাসেক’ নিয়ে মঞ্চে আসেন গায়ক অনিমেষ রায়। ছবি: আশরাফুল আলম