বিটিএসের লাইভ অ্যালবামে ‘ডায়নামাইট’, ‘বাটার’ও আছে
প্রথম লাইভ অ্যালবাম নিয়ে এল বিটিএস। ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ-লাইভ’ শিরোনামে অ্যালবামটি আজ শুক্রবার দুপুরে প্রকাশিত হয়েছে। স্পটিফাই, ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যালবামটি শোনা যাচ্ছে।
অ্যালবামে ২০২১-২২ সালে ওয়ার্ল্ড ট্যুর ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’-এ সিউল, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসে গাওয়া গানগুলো জায়গা পেয়েছে। অ্যালবামে ‘ডায়নামাইট’, ‘বাটার’-এর মতো হিট গান থাকছে। ট্যুরে গানগুলো নতুন আয়োজনে গাওয়া হয়েছিল। এর বাইরে ‘অন’, ‘ফায়ার’, ‘ডোপ’, ‘আইডল’সহ ২২টি গানের লাইভ ভার্সন রয়েছে।
এর আগে এক বিবৃতিতে বিগহিট জানিয়েছে, ‘এ অ্যালবামের মাধ্যমে ভক্তরা কনসার্টের স্মৃতিগুলো আবারও অনুভব করতে পারবেন। আমরা চাই, বিটিএসের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত আপনাদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকুক।’
সিউল, লস অ্যাঞ্জেলেস ও লাস ভেগাসে ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’-এ ১২টি শোতে সরাসরি এবং অনলাইনে অংশ নিয়েছিলেন প্রায় ৪০ লাখ ভক্ত। ‘পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ ট্যুরে প্রথম কোরিয়ান ব্যান্ড হিসেবে যুক্তরাষ্ট্রের বিখ্যাত সোফাই স্টেডিয়াম (লস অ্যাঞ্জেলেস) ও অ্যালিজিয়েন্ট স্টেডিয়ামে (লাস ভেগাস) মঞ্চে গান করেছে বিটিএস।
প্রায় তিন বছর বিরতির পর আগামী বছরের বসন্তকালে মঞ্চে ফিরছে বিটিএস। ইতিমধ্যে বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ শেষ করেছেন আরএম, জিন, জে-হোপ, জিমিন, ভি, জাংকুক ও সুগা।