কোক স্টুডিও বাংলা: নতুন গান নিয়ে আসছেন প্রীতম
মাঝিদের মুখ থেকে মুখে ফেরা একটি গান নিয়ে আসছে কোক স্টুডিও বাংলা। আগামীকাল রোববার সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।
গানটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে শুনেছেন প্রীতম হাসান। কোক স্টুডিও বাংলার তরফ থেকে গান করার প্রস্তাব পাওয়ার পর গানটি নিয়ে কাজের আগ্রহ দেখান তিনি। প্রীতম হাসান গত বৃহস্পতিবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমাকে অর্ণব ভাই বলেছিলেন, “তুমি কী ধরনের গান করতে চাও?” আমার মাথায় ছিল, একটি সারিগান করব। সেই ভাবনা থেকেই গানটি করেছি।’
গানটির সুর করেছেন প্রীতম হাসান। প্রীতম হাসান বলেন, ‘গানটি পরিবেশনের জন্য প্রচুর এনার্জি থাকতে হয়। আশা করছি, ভালো কিছুই হবে। ’
আরও পড়ুন