বেঁচে থাকার গান

বৃহস্প‌তিবার রাত সোয়া আটটার দি‌কে ম‌ঞ্চে আসেন অনুপম; ধর‌লেন ‘আমি আজকাল ভালো আছি’খালেদ সরকার

বছর পাঁচেক আগে ‘আমা‌কে আমার ম‌তো থাক‌তে দাও’ দি‌য়ে অনুপম রা‌য়ের গা‌নের দুনিয়া আবিষ্কার ক‌রেন সিরাজগ‌ঞ্জের কি‌শোর সামীউল ইসলাম। তখন সে স‌বে দশম শ্রে‌ণির ছাত্র; কৈ‌শোর পে‌রি‌য়ে তারু‌ণ্য পা রাখা সামীউল অনুপ‌মের পাঁড়ভক্ত ব‌নে গে‌ছেন, দি‌নের পর দিন খুঁজে খুঁজে অনুপমকে শু‌নে‌ছেন। তি‌নি এখন ঢাকায় থা‌কেন, এক‌টি প‌লি‌টেক‌নিক ইনস্টি‌টিউটে পড়‌ছেন। দিন দু‌য়েক বা‌দে পরীক্ষা, তবুও অনুপম ব‌লে কথা। সরাস‌রি তাঁকে কখ‌নো শোনা হয়‌নি, ‘বেঁচে থাকার গা‌ন’ শুন‌তে ছু‌টে এসেছেন ‘ম্যাজিক্যাল নাইট’ কনসা‌র্টে।

গতকাল বৃহস্প‌তিবার রা‌তে ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আ‌য়ো‌জিত এ কনসা‌র্টে অনুপ‌মের পরি‌বেশনা উপ‌ভোগ ক‌রে‌ছেন সামীউলের ম‌তো হাজারো শ্রোতা। সোয়া আটটার দি‌কে ম‌ঞ্চে আসেন অনুপম; ধর‌লেন ‘আমি আজকাল ভালো আছি’। এরপর ক‌ণ্ঠে তো‌লেন ‘‌বেঁচে থাকার গান’—পু‌রো মিলনায়তনের সবাই গে‌য়ে ওঠেন অনুপমের সঙ্গে। একে একে ‘বা‌ড়ি‌য়ে দাও হাত’, ‘যে কটা দিন’, ‘সোহা‌গে আদ‌রে’, ‘আমি কি তোমায় খুব বিরক্ত কর‌ছি’—এর ম‌তো গান‌ প‌রি‌বেশন কর‌লেন অনুপম।

এরপর মাইক্রো‌ফোন হা‌তে অনুপম বল‌লেন, ‘তোমা‌দের সাম‌নে যতবার আসি, ততবার ভা‌লো লা‌গে, আমার বন্ধু‌দের জন্য গাইছি ‘বন্ধু চল’; মিলনায়তনজু‌ড়ে তরঙ্গ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। অনেকে বন্ধু নি‌য়ে গান শুন‌তে এসেছেন, গান‌টির তা‌লে তা‌লে গলা মেলা‌তে দেখা গেল তাঁদেরও। ঢাকার এক‌টি বেসরকা‌রি বিশ্ববিদ্যাল‌য়ের দু‌ই শিক্ষার্থী তা‌নিশা রহমান ও প্রী‌তি মাহবুব বল‌ছি‌লেন, অনুপ‌মের সব গানই ভা‌লো লা‌গে, ত‌বে ‘বন্ধু চল’ গান‌টি দুজ‌নেরই সব‌চে‌য়ে প্রিয়।

ঢাকার এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে অংশ নেন অনুপম। ছবি: প্রথম আলো

৩৫ মি‌নি‌টের প‌রি‌বেশনায় শেষ গান ক‌রে‌ছেন অনুপ‌মের আলো‌চিত গান, ‘আমা‌কে আমার ম‌তো থাক‌তে দাও’ উল্লা‌সে ফে‌টে পড়ল পু‌রো মিলনায়তন। যেন বহু কাঙ্ক্ষিত কারও দেখা পে‌লেন, অনুপ‌মের স‌ঙ্গে হাজারো শ্রোতা গান‌টি গে‌য়ে‌ছেন।

আগের দিন বুধবার গুলশানের একটি তারকা হোটেলে সংবাদ সম্মেলন কথা বলেছিলেন অনুপম, সেখানেই তিনি জানিয়েছিলেন, ঢাকায় হিন্দি গান করতে চান না তিনি, বাংলা গানই শোনাতে চান। কনসার্টের পুরো সময় বাংলা গানেই হাজারো দর্শক মাতিয়ে রেখেছেন।

কলকাতার ব্যান্ড তালপাতার সেপাই শুনিয়েছে বেশ কয়েকটি গান
প্রথম আলো

অনুপ‌মের পর ম‌ঞ্চে আসেন অর্ণব, যার গা‌নের প্রতি অনুপ‌মেরও মোহ র‌য়ে‌ছে। ‘হা‌রি‌য়ে গি‌য়ে‌ছি’ দি‌য়ে নি‌জের প‌রি‌বেশনা শুরুর পর ‘তোমার জন্য’, ‘মা‌ঝে মা‌ঝে তব দেখা পাই’ গাইলেন অর্ণব। মহী‌নের ঘোড়াগু‌লি ব্যান্ড‌কে ট্রি‌বিউট ক‌রে ‘‌ভে‌বে দে‌খেছ কী’ দি‌য়ে কনসার্টের ইতি টে‌নে‌ছেন অর্ণব।

এর আগে গতকাল বিকেল পাঁচটার পর হাতিরপুল সেশ‌নের পরিবেশনা দি‌য়ে কনসার্ট শুরু হয়। আলো‌চিত গান ‘ম‌নোহর’, ‘আনন্দ দাও’, ‘তুলনামূলক রোদছায়া’, ‘শহ‌রের দুইটি গান’ প‌রি‌বেশন ক‌রে হা‌তিরপুল সেশনস। মেঘদল পরি‌বেশন ক‌রে‌ছে ‘এ হাওয়া’সহ বেশ ক‌য়েক‌টি গান। কলকাতার ব্যান্ড তালপাতার সেপাই মঞ্চে এসে ধ‌রে‌ছে ‘ও দয়াল বিচার ক‌রো’, ‘অগোছা‌লো মন’, ‘সোনার কা‌ঠি’, ‘মশা‌দের চুমু’ ও ‘আমি শুধু খুঁজে‌ছি আমায়’।
কনসার্টটি আ‌য়োজন ক‌রে‌ছে ট্রিপল টাইম কমিউনিকেশনস। পু‌রো আ‌য়োজন উপস্থাপনা ক‌রেছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী।