ঢাকায় অনুপম রায় ও তালপাতার সেপাই, কাল কনসার্ট

অনুপম রায়ছবি: ফেসবুক

কনসার্টে অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন কালকাতার সংগীতশিল্পী অনুপম রায়। আজ বুধবার বেলা ১টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছেন তিনি।

আগামীকাল বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তাঁকে নিয়ে ‘ম্যাজিক্যাল নাইট’ শীর্ষক কনসার্টের আয়োজন করছে ট্রিপল টাইম কমিউনিকেশনস।
প্রতিষ্ঠানটির পিআর ও কমিউনিকেশন পরিচালক আরিফা শবনম আজ বুধবার বিকেলে প্রথম আলোকে জানান, অনুপম রায়ের সঙ্গে একই ফ্লাইটে কলকাতার ব্যান্ড তালপাতার সেপাই-এর সদস্যরাও এসেছেন।

ঢাকায় নামার পর অনুপম রায়কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ট্রিপল টাইম কমিউনিকেশনস
ছবি: ট্রিপল টাইম কমিউনিকেশনসের সৌজন্যে


অনুপম রায় ও তালপাতার সেপাই ছাড়া কনসার্টে অর্ণব, মেঘদল ও হাতিরপুল সেশনসের পরিবেশনা রয়েছে।  

ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, বিকেল পাঁচটার দিয়ে মঞ্চে উঠবে হাতিরপুল সেশনস, এরপর গাইবে মেঘদল, তালপাতার সেপাই ও অনুপম রায়। রাত এগারোটার দিকে অর্ণবের পরিবেশনা দিয়ে কনসার্ট শেষ হওয়ার কথা রয়েছে।
এর আগে ‘দ্য অনুপম রায় ব্যান্ড’ নিয়ে ১০ মার্চ ঢাকায় এসেছিলেন অনুপম রায়। সেই দিন নারায়ণগঞ্জ ক্লাবে গান পরিবেশন করেন তিনি।
২০১০ সালে সৃজিত মুখার্জির ‘অটোগ্রাফ’ চলচ্চিত্রে ‘আমাকে আমার মতো থাকতে দাও’ ও ‘বেঁচে থাকার গান’ গেয়ে দর্শক মহলে সাড়া ফেলে দেন অনুপম রায়। এরপর একের পর এক তাঁর গান প্রশংসিত হয়েছে।

‘তুমি যাকে ভালোবাসো’ গানের জন্য সেরা গীতিকার হিসেবে ২০১৬ সালে ভারতের ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান এই গায়ক। ২০১৫ সালে ‘পিকু’ সিনেমার সংগীত পরিচালনার মাধ্যমে বলিউডে পদার্পণ করেন তিনি।

আরও পড়ুন