মূলধারার বাণিজ্যিক ছবির আবহ সংগীতে বাপ্পা মজুমদার

বাপ্পা মজুমদার
ছবি : প্রথম আলো

কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক হিসেবেই বাপ্পা মজুমদারের পরিচিতি। তবে কয়েক বছর ধরে তিনি চলচ্চিত্রের আহব সংগীতের কাজও করেছেন। আবারও নতুন সিনেমায় আবহ সংগীতে কাজ করছেন বাপ্পা। শাকিব খান অভিনীত ‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবির কেবল আবহ সংগীত নয়, একটি গানও গেয়েছেন তিনি। গানটির সংগীত পরিচালকও বাপ্পা মজুমদার। এটি আবহ সংগীত পরিচালক হিসেবে তাঁর তৃতীয় কাজ। তবে আগের দুই আবহ সংগীতের কাজের চেয়ে এটির পার্থক্য হলো, এটি পুরোমাত্রার বাণিজ্যিক সিনেমা।

‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায় আবহ সংগীতের কাজ প্রসঙ্গে প্রথম আলোকে বাপ্পা মজুমদার বলেন, ‘এই ছবির কাজটা চলছে। ছবিতে আমার গাওয়া গানটির শুটিংও শেষ।’ এ ছাড়া তিনি করেছেন ‘ভালোবাসা প্রীতিলতা’ ছবির আবহ সংগীতের কাজও। এ কাজটিও শেষের দিকে। এখন চলছে ছবির ডাবিং।

বাপ্পা মজুমদার

‘লিডার: আমিই বাংলাদেশ’ ছবিতে আবহ সংগীত করার কারণ হিসেবে তিনি বলেন, ‘প্রথমত, আবহ সংগীত নিয়ে আমার আগ্রহ বেশি। দ্বিতীয়ত, বাণিজ্যিক ছবিতে আমার কাজ খুবই কম। সেই জায়গা থেকে এই কাজটা করতে চাচ্ছিলাম। এখানে আমার বড় রকম আগ্রহের জায়গা আছে।’

আবহ সংগীত নিয়ে কাজ উপভোগ করেন বাপ্পা। তিনি বলেন, ‘আবহ সংগীত আমি খুব উপভোগ করি। এ ছবিতে আমার কাছে এই কাজটা খুব ভালো লেগেছে।’

বাপ্পা মজুমদার
ছবি: প্রথম আলো

‘লিডার আমিই বাংলাদেশ’ ছবিটি পরিচালনা করেছেন তপু খান। এটি তপু খানের প্রথম ছবি। চলচ্চিত্র ও বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সৈয়দ আশিক রহমান। এতে অভিনয় করেছেন, শাকিব খান, শবনম বুবলী, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম প্রমুখ। ছবিতে শাকিব খানের অভিনয়ের প্রশংসা করেছেন বাপ্পা, ‘ছবিতে শাকিবের অভিনয় অনেক ভালো লেগেছে। অত্যন্ত স্বাভাবিক ও সহজেই চরিত্রের ভেতরে প্রবেশ করে তিনি অভিনয় করেছেন।’

বাপ্পা মজুমদার

২০১৭ সালে হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ ছবিতে প্রথমবারের মতো আবহ সংগীত করেন বাপ্পা। ছবিটির সব গানের সংগীত পরিচালনাও করেছিলেন তিনি। তাঁর সুর ও সংগীতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জেমস ও মমতাজ। একই ছবির একজন সুরকার হিসেবে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন বাপ্পা মজুমদার।
এদিকে দিন কয়েক আগে নিজের গিটারে এরিক ক্লাপ্টনের স্বাক্ষর পেয়েছেন। সর্বকালের অন্যতম সেরা গিটারিস্টদের একজন এরিক ক্লাপ্টনের বড় ভক্ত তিনি। নিজের গিটারে তাঁর স্বাক্ষর পেয়ে উচ্ছ্বাসিত বাপ্পা বলেন, ‘এটা আমার কাছে চরম বিস্ময়ের। ছোটবেলা থেকেই তাঁর ভক্ত। সেই জায়গা থেকে এরিক ক্ল্যাপ্টনের মতো এত বড় মাপের একজন স্বাক্ষর করেছেন। এই আনন্দটা ভাষায় প্রকাশ করার মতো নয়।