ঢাকায় গাইবেন আতিফ আসলাম

আতিফ আসলামছবি: ফেসবুক থেকে

আবারও ঢাকায় গাইবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। আজ বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে এই গায়ক লিখেছেন, ‘শিগগিরই দেখা হচ্ছে বাংলাদেশ।’

আগামী ১৮ ও ১৯ এপ্রিল ‘লেটস ভাইব আর্ট অ্যান্ড মিউজিক ফেস্টিভ্যাল’–এ গাওয়ার কথা রয়েছে আতিফ আসলামের। উৎসবটি আয়োজন করছে লেটস ভাইব ও ব্লুজ কমিউনিকেশন।
তবে আতিফ আসলামের বিষয়ে এখনই কথা বলতে নারাজ আয়োজকেরা, শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তাঁরা। এই উৎসবে আতিফ আসলাম ছাড়াও দেশি–বিদেশি তারকা শিল্পীদের থাকার কথা রয়েছে।

আতিফ আসলাম
ছবি: ফেসবুক থেকে

এর আগে ২০১৬ সালে ‘রিদম ফর অল উইথ আতিফ আসলাম নাইট লাইভ ইন ঢাকা’য় পারফর্ম করেছেন আতিফ আসলাম।
‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ থেকে ‘পেহলি দফা’–এর মতো জনপ্রিয় গান দিয়ে বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও দারুণ জনপ্রিয় আতিফ আসলাম।
২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর হয়ে ক্যারিয়ার শুরু করেন আতিফ আসলাম। মূলত উর্দু ভাষায় গান গাইলেও তিনি হিন্দি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষাতেও গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি অভিনয় করেন আতিফ আসলাম।

আতিফ আসলাম
ছবি: ফেসবুক থেকে

২০১১ সালে পাকিস্তানি ‘বোল’ সিনেমায় অভিনয়ের মধ্য দিয়ে আতিফ অভিনয়জীবন শুরু করেন।

আরও পড়ুন