কলকাতায় গাইলেন লাইসা আহমেদ

গাইছেন লাইসা আহমেদ লিসা। ছবি : ভাস্বর মুখার্জি

রবীন্দ্রনাথ ঠাকুরের গান ও লেখা এবং কবি শঙ্খ ঘোষের কবিতার মেলবন্ধনে গতকাল কালকাতার জিডি বিড়লা সভাঘরে আয়োজন করা হয় বিশেষ সংগীতসন্ধ্যার।

আরও পড়ুন

কলকাতা জিটাটেল সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের সঙ্গে সংগীত পরিবেশন করেন বাংলাদেশের শিল্পী লাইসা আহমেদ লিসা। এদিন একে একে বেশ কয়েকটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন তিনি।

এ সংগীতসন্ধ্যায় ভারতের শিল্পীদের মধ্যে ছিলেন প্রবুদ্ধ রাহা, প্রত্যয় রাহা ও পৌলমী মজুমদার। শঙ্ঘ ঘোষ ও রবীন্দ্রনাথের কবিতা ও লেখা পাঠ করেন বিশ্বজিৎ চক্রবর্তী ও সৌমিলি বিশ্বাস।

এ অনুষ্ঠানে বাংলাদেশি গায়িকা লিসার গান ব্যাপকভাবে প্রশংসিত হয়। লাইসা বলেন, ‘দীর্ঘদিন পর কলকাতার মঞ্চে গান গাইতে পেরে আমি ধন্য। এ দুই প্রথিতযশা কবির লেখা গানের অনুষ্ঠানে এসে খুব আনন্দিত।’ কবি শঙ্খ ঘোষ লাইসার পছন্দের কবি ছিলেন। কলকাতায় এলেই তিনি কবির সঙ্গে দেখা করতেন।