ট্রেইনরেক ছাড়লেন এ কে রাহুল

এ কে রাহুলফেসবুক থেকে

ট্রেইনরেক ব্যান্ড ছাড়লেন গিটারিস্ট, ড্রামার ও সুরকার এ কে রাহুল। আজ সোমবার সন্ধ্যায় এক ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন তিনি। মাঝে ট্রেইনরেক প্রায় নিষ্ক্রিয় ছিল। এ সময় নিজের নামে কনসার্ট করতে থাকেন তিনি। তবে ব্যান্ডটির সঙ্গে তাঁর কোনো জটিলতা নেই বলেও জানিয়েছিলেন তিনি।

এর মধ্যেই ব্যান্ডটি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন রাহুল। তিনি ফেসবুকে লিখেছেন, ‘আমার সন্তানতুল্যা ট্রেইনরেককে বিদায় বলছি, এই ব্যান্ডের জন্যই আমি এ পর্যায়ে এসেছি। ব্যান্ডটির প্রতি আমি চিরদিন কৃতজ্ঞ থাকব। এটি আমার জন্য খুব কঠিন। আপনাদের প্রশ্নের উত্তর আমি পরে দেব। ব্যান্ডটির সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ জানাই।’

দেড় দশক ধরে গান করছেন রাহুল। এই বছর জুনে ‘উই আর ওয়ান’ শিরোনামে প্রথম কোনো একক গান প্রকাশ করেন রাহুল। এর আগে গত বছরের আগস্ট থেকে নিজের নামে কনসার্ট শুরু করেছেন তিনি।

জার্মানিতে আয়োজিত বিশ্বের সবচেয়ে বড় হেভি মেটাল উৎসব ওয়াকেন ওপেন এয়ারে প্রথম বাংলাদেশি ব্যান্ড হিসেবে হেভি মেটাল ব্যান্ড ট্রেইনরেকের সঙ্গে অংশ নেন রাহুল। ২০০৯ সালে গানে অভিষেক ঘটে ঢাকাই সিনেমার চিত্রনায়ক জসীমপুত্র রাহুলের।

আরও পড়ুন