বাউল ও সু‌ফিগা‌নে জমজমাট সন্ধ্যা

গান পরি‌বেশন কর‌ছেন শ‌ফি মণ্ডল এবং বাংলা‌দেশ বাউল ও লোক‌শিল্পী সংস্থার শিল্পী। ছ‌বি: তানভীর আহম্মেদ

লালন সাঁইয়ের ২৫০তম আবির্ভাব বার্ষিকী উপলক্ষে বাউল ও সু‌ফিগা‌নের উৎসব হয়েছে ঢাকায়। গতকাল শুক্রবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউ‌টের মিলনায়তনে বাউল ও সু‌ফিগান শোনান শ‌ফি মণ্ডল, পাগলা বাবলু, সমরি বাউল, সুনীল কর্মকারসহ অনেকে।

আয়োজনের শুরুতে সমবেত কণ্ঠে লালনের ‘ধন্য ধন্য বলি তারে’ পরিবেশন করে বাংলাদেশ বাউল ও লোক‌শিল্পী সংস্থা। এরপর বাউল পাগলা বাবলু প‌রি‌বেশন ক‌রেন ‘রাখিলেন সাঁই কূপজল করে’।

গান পরি‌বেশন কর‌ছেন শ‌ফি মণ্ডল এবং বাংলা‌দেশ বাউল ও লোক‌শিল্পী সংস্থার শিল্পী। ছ‌বি: তানভীর আহম্মেদ

সু‌ফিগান ‘ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা’ শোনান বাউল শ‌ফি মণ্ডল। বাংলাদেশ বাউল ও লোক‌শিল্পী সংস্থার শিল্পীরা আরেকটি লালনগীতি ‘আল্লাহ বলো মন রে পাখি’ পরিবেশন করে।

এর আগে আন্তর্জাতিক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনার এবং বাউল ও সু‌ফিগানের উৎসবটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ বাউল ও লোক‌শিল্পী সংস্থা এবং আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। সহযোগিতা করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

আরও পড়ুন

এতে প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তি‌নি ব‌লেন, বাউলশিল্পীদের পাশে আছে সরকার।

প্রধান অতিথি হি‌সে‌বে উপস্থিত ছিলেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তানভীর আহম্মেদ

বাউল ও স‌ু‌ফিগা‌নের শিল্পীদের সর্বাত্মক স‌হ‌যো‌গিতা করা হ‌বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হি‌সেবে উপস্থিত ছিলেন এশীয় প্রবৃদ্ধি ইনস্টিটিউ‌টের সাবেক গবেষণাপ্রধান নজরুল ইসলাম, এম্বাসি অব ইরান ঢাকার কালচারাল কাউন্সেলর সা‌য়েদ রেজা মির মোহাম্মদ। স্বাগত বক্তব্য দেন শ‌ফি মণ্ডল। সভাপ‌তিত্ব ক‌রেন শাহিনা খাতুন। অনুষ্ঠান‌টি সঞ্চালনা ক‌রেন হীরক রাজা।