সুরের মধ্যে থাকতে চাই, জন্মদিনে প্রিন্স মাহমুদ

প্রিন্স মাহমুদছবি: ফেসবুক

নব্বইয়ের দশকে বহু গানে প্রাণ দিয়েছেন প্রিন্স মাহমুদ। আইয়ুব বাচ্চুর ‘বেলা শেষে ফিরে এসে’; জেমসের ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’ কিংবা হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’—যেখানে হাত দিয়েছেন, সোনা ফলিয়েছেন প্রিন্স মাহমুদ।
নব্বইয়ের প্রজন্মের পাশাপাশি এ প্রজন্মের শ্রোতাদের মধ্যেও ছড়িয়ে পড়েছেন প্রিন্স মাহমুদ। ঈদে ‘প্রিয়তমা’ সিনেমার ‘ঈশ্বর’ গানে সুর বেঁধে জানান দিয়েছেন, তিনি ফুরানোর নন। এই সুরকার, গীতিকার ও সংগীত পরিচালকের আজ জন্মদিন। জন্মদিনের পরিকল্পনা কী, জানতে চাইলে গতকাল প্রিন্স মাহমুদ বলেন, ‘ছোটবেলায় জন্মদিনে অনেক পরিকল্পনা করে ঘোরাঘুরি করতাম, এখন নির্ঝঞ্ঝাট দিনটি কাটাতে চাই। বন্ধুরা উদ্‌যাপন করে, স্টুডিওতে আয়োজন থাকে। আমাদের চার ভাইবোনের সবাই এবার দেশে আছি, চারজন মিলে কোথাও ঘুরতে যেতে চাই।’

প্রিন্স মাহমুদ
ছবি: দিপু মালাকার

আশির দশকে দ্য ব্লুজ ব্যান্ডের ভোকাল ও গিটারিস্ট ছিলেন প্রিন্স মাহমুদ। নব্বইয়ের শুরুতে ফ্রম ওয়েস্ট নামে একটি ব্যান্ড গড়েন তিনি। সেই ব্যান্ডেও ভোকালিস্ট হিসেবে ছিলেন, তবে গানে তাঁর কণ্ঠ খুব বেশি দিন পাওয়া যায়নি। পরে গানের কথা ও সুরে মন দেন।

‘মা’, ‘বাবা’, ‘জন্মদিন’, ‘বাংলাদেশ’, ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘বেলা শেষে’, ‘সোনার মেয়ে’, ‘ফেরানো গেল না কিছুতেই’, ‘হয়নি যাবার বেলা’, ‘শেষ দেখা’র মতো গানে পাওয়া গেছে তাঁকে। ‘সে যে এখন আমায় ভালোবাসে না’, ‘মাটি হব মাটি’, ‘দুনিয়া তোর সঙ্গেতে নাই’, ‘ছিপ নৌকো’র মতো জনপ্রিয় গানও করেছেন প্রিন্স মাহমুদ।
ক্যারিয়ারের বেশির ভাগ সময় ব্যান্ডের গান করলেও ‘জিরো ডিগ্রী;, ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘প্রিয়তমা’ সিনেমার গান করেছেন তিনি।

আগামী দিনেও গানের কথা ও সুরের সঙ্গেই থাকতে চান বলে জানান প্রিন্স মাহমুদ, ‘কাজ করে যাচ্ছি। অবসর নিতে পারছি না। একটা সময় হয়তো শরীর সায় দেবে না। তবু অনেক দিন কাজ করতে চাই, সুরের মধ্যে থাকতে চাই।’

আরও পড়ুন