হা‌তিরপুল সেশন‌সের ‘সেই পা‌খিটা’ দি‌য়ে কোক স্টু‌ডিও কনসার্ট শুরু

শুক্রবার বিকেল চারটার পর মঞ্চে আসে গানের প্ল্যাটফর্ম হাতিরপুল সেশনসছবি: জাহিদুল করিম

ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘কোক স্টুডিও বাংলা লাইভ’ কনসার্ট শুরু হয়েছে। আজ শুক্রবার বিকেল চারটার পর মঞ্চে আসে গানের প্ল্যাটফর্ম হাতিরপুল সেশনস। ‘সেই পাখিটা’ দিয়ে পরিবেশনা শুরু করে প্ল্যাটফর্মটি।

আজ দুপুরের পর আর্মি স্টেডিয়ামের গেট খোলার আগ থেকেই ভিড় করতে থাকেন শ্রোতারা। কনসার্ট শুরুর পরও বাইরে দর্শকের দীর্ঘ সারি দেখা গেছে।

কনসার্ট উপস্থাপনা করছেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী ও জুনায়েদ রাব্বানী। কনসার্টে মমতাজ বেগম, বাপ্পা মজুমদার, শায়ান চৌধুরী অর্ণব, ইসলাম উদ্দিন পালাকার, ফজলু মাঝি, অনিমেষ রায়, পান্থ কানাই, মিজান রহমান, ঋতু রাজ, সানজিদা মাহমুদ নন্দিতা, নিগার সুলতানা সুমি, জালালি সেট, রিপন কুমার সরকার (বগা), সুনিধি নায়েক, সৌম্যদীপ শিকদার (মুর্শিদাবাদী), কানিজ খন্দকার, মাখন মিয়া, রুবাইয়াত রেহমান, জান্নাতুল ফেরদৌস আকবর, শানিলা ইসলাম, আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার, রিয়াদ হাসান, পল্লব, মেঘদল, জহুরা বাউল, সোহানা, মুকুল মজুমদার ঈশান, প্রীতম হাসান, ইমন চৌধুরী, এরফান মৃধা শিবলু, আলেয়া বেগম, ফুয়াদ আল মুক্তাদির, হামিদা বানুসহ কোক স্টুডিও বাংলার দুই মৌসুমের শিল্পীরা গাইবেন।

কনসার্টের আগে কথা বলছেন অর্ণব
ছবি: জাহিদুল করিম

এর আগে গত বছরের জুনে প্রথমবার কোক স্টুডিও বাংলা কনসার্টের আয়োজন করা হয়।