গাল্লিবয়েরা এবার বলিউড হয়ে আরবি ও তুর্কি গানে

অসংগতি, অনিয়ম, দুর্নীতিসহ সমাজের নানা সমস্যার কথা উঠে আসে তবীব-রানার গানেসংগৃহীত
১৫ সেপ্টেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে বিজয় নামবিয়ার পরিচালিত ভারতীয় সিরিজ কালা। এই সিরিজে স্থান পেয়েছে বাংলাদেশি র‍্যাপার তবীব মাহমুদ ও রানা মৃধার ‘চাপ নাই’ শিরোনামে একটি গান। সেই গান দিয়ে ভারতীয় দর্শকদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন এই র‍্যাপার জুটি। তাঁরা একসঙ্গে ২০১৯ সালে ‘গাল্লিবয়’ নামের একটি গান গেয়ে রাতারাতি জনপ্রিয়তা পান। তারপর থেকে জুটি হয়ে একের পর এক গান করে যাচ্ছেন।

২০১৯ সালের কথা। কামরাঙ্গীরচর থেকে প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ফুল বিক্রি করতে যেত আট বছরের বালক রানা। একদিন এই বালক সলিমুল্লাহ মুসলিম হলের গেটে হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী তবীবের বাইক থামায়। রানার আবদার, বাইকে চড়ে একটু ঘুরবে। দুই ঘণ্টার মতো ঘোরাঘুরির পরে দুজন গল্প করে। রানার জীবনের গল্প শোনেন তবীব। সেদিন রানার কাছে তবীব শোনেন তাঁর কষ্টের জীবনের গল্প। তবীব সান্ত্বনা দেন রানাকে, দেখবি তোর কষ্টের পর জীবনে সুখ আসবে। কিন্তু কীভাবে সুখ আসবে রানার জীবনে? প্রথমে শুনি সে গল্প।
তবীব র‍্যাপ গান পছন্দ করেন। খেয়াল করে দেখলেন ছোট্ট রানার গানের প্রতি খুব আগ্রহ। হঠাৎ কী যেন মনে করে ঠিক করলেন, রানাকে নিয়ে একসঙ্গে গান করবেন। যেই কথা, সেই কাজ। আরবি বিভাগের ছাত্র তবীব ক্যাম্পাসে বসেই একদিন একটি গান লিখে ফেলেন। এক দিনের মধ্যেই গানের মিউজিক কম্পোজিশন হয়ে গেল। এরপর ডাক পড়ে রানার।

মিউজিক স্টুডিও, রেকর্ডিং—এসব কিছুই অচেনা তার কাছে। গানের বিটের সঙ্গে কীভাবে ভয়েস দিতে হয়, কিছুই জানত না এই রানা। তবীব বলেন, ‘আমি রেকর্ডিং করার সময়েই রানাকে সব শিখিয়ে দিই। কীভাবে গান গাইতে হয়, কোন মিউজিক থেকে গান গাওয়া শুরু করবে। সে কিছুই বুঝতেছিল না। ২০ থেকে ২৫ বারের চেষ্টায় আমরা সফল হই। সেদিন জন্ম হয় আমাদের “গাল্লিবয়” গানটি।’

তবীব মাহমুদ
ছবি : তবীব মাহমুদের সৌজন্যে

‘‘এই আমি রানা, কামরাঙ্গীরচর, পূর্ব রসুলপুর, ৮ নং গলি, মনের কথা বলি, ঢাকাইয়া গাল্লিবয়...’’–এমন কথা দিয়ে সাজানো ছিল গানটি। ২০১৯ সালে ভাইরাল হতে সময় লাগেনি। সেই থেকে এই জুটি একসঙ্গে গান করেন। একে একে ‘গাল্লিবয়–২, গাল্লিবয়–৩’, ‘চাপ নাই’, ‘কী মানুষ বানাইলা ভবে’, ‘স্বাধীনতা রক্ষা’, ‘আমার একটা কথা আছে’, ‘শুধু টাকার জন্য’সহ একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। তবীব বলেন, ‘আমরা প্রথম গান “গাল্লিবয়” দিয়ে অনেক পরিচিতি পেলাম। তখন রানা থাকত কামরাঙ্গীরচর। নতুন গানের প্রস্তুতি চলছে। চর থেকে প্রতিদিন এসে রানাকে অনুশীলন করতে হতো। রাতে সে চলে যেত। দেখা যেত সকালে অনেক কিছুই ভুলে গেছে। এভাবে খুব বেশি কিছু শেখাতে পারছিলাম না। তখন মনে হলো আমাদের দুজনের একসঙ্গে থাকা দরকার। আমি বিশ্ববিদ্যালয় হল ছেড়ে পুরান ঢাকায় বাসা নিলাম। ওকে আমার সঙ্গে নিয়ে আসি। একসঙ্গে থাকায় বোঝাপড়াটা ভালো হলো। ওকে গান শেখাতে থাকি।’

এবং বলিউডে

গানগুলোর জনপ্রিয়তা তাঁদের বলিউড, টালিউডসহ বিদেশের বেশ কিছু ইন্ডাস্ট্রি থেকে গান করার প্রস্তাব এনে দিয়েছিল। কিন্তু সময় ও যথাযথ সুযোগের অভাবে হয়নি। এর মধ্যে হঠাৎ করে তবীবের সঙ্গে যোগাযোগ করেন ভারতের পরিচালক বিজয় নামবিয়ার। সেদিন বিজয় জানান, তাঁদের ‘চাপ নাই’ গানটি তিনি কালা সিরিজ ও প্রমোশনে ব্যবহার করতে চান।

১৫ সেপ্টেম্বর ডিজনি হটস্টারে মুক্তি পেয়েছে বিজয় নামবিয়ার পরিচালিত ভারতীয় সিরিজ কালা
কোলাজ

তবীব বলেন, ‘পরিচালক বিজয়ের প্রস্তাবটা আমাদের কাছেও ভালো লেগেছে। পরিচালকের কাছে গল্প শুনে মনে হয়েছে সিরিজটির সঙ্গে গানের কথাগুলো যায়। আমরা গান দিয়ে প্রতিবাদ করে যেতে চাই। তাঁরা সিনেমার গল্পে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন। ১৫ সেপ্টেম্বর সেই সিরিজ মুক্তির পরে দেখি ভারতের অনেক দর্শক আমাদের গান শুনছেন। প্রশংসা করছেন। এটা অন্য রকম ভালো লাগা।’ রানার জীবনে সুখ এল দিন দিন যত সফলতা আসছে, ততই রানার কাছে মনে হয় এসবই স্বপ্নের মতো। একসময় ক্ষুধা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় ফুল বিক্রি করত, সারা দিন ঘুরত। এখন সে ‘গাল্লিবয়’ গায়ক হিসেবে দেশ–বিদেশে পরিচিত।

এ জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তবীবের কাছে। রানা বলে, ‘সেই ২০১৯ সাল থেকে আমার পড়াশোনাসহ সবকিছুই দেখেন তবীব ভাই। আমার খরচ, মায়ের খরচও ভাই দেন। যা লাগে দেন। এই যে মানুষ আমাকে চেনে, দূর থেকে বলে, ওই যে গাল্লিবয় রানা যায়—এসব হয়েছে ভাইয়ের জন্য। আমি বড় হয়ে যা–ই করি, র‍্যাপ গান বন্ধ করব না।’

রানা মৃধা
কোলাজ

নতুন কী আসছে, জানতে চাইলে তবীব বলেন, ‘আমরা দুজনই আরবি ভাষা বিষয়ে পড়াশোনা করছি। পাশাপাশি ইংরেজি ভাষা শেখাচ্ছি রানাকে। এখান থেকে আমার মনে হলো ভাষাশিক্ষাকে কাজে লাগানো উচিত। এতে আমরা গান দিয়ে আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারব। যে কারণে আমরা এখন বাংলার পাশাপাশি আরবি ও তুর্কি ভাষায় প্রথম গান করেছি। গানটির মিউজিক ভিডিও তিন দেশে শুটিং করতে চাই।’ অসংগতি, অনিয়ম, দুর্নীতিসহ সমাজের নানা সমস্যার কথা উঠে আসে তবীব-রানার গানে। তবে ভিন্ন ঘরানার গানও করতে চান। শুক্রবার সে কথাও জানালেন তবীব।