১৬ বছর পর নতুন গান নিয়ে ফিরলেন ‘একটা চাদর হবে’র গায়ক

জেনস সুমন। ছবি : সংগৃহীত

২০০২ সালে বি‌টিভির একটি ম্যাগাজিন অনুষ্ঠানে প্রচারের পর সাড়া ফেলে ‘একটা চাদর হবে’ গানটি। রাতারাতি আলোচনায় চ‌লে আসেন গানটির গায়ক জেনস সুমন। তারপর আরও কিছু গান করেছেন। এরপর দীর্ঘ বিরতি।

আরও পড়ুন

অবশেষে বিরতি ভাঙলেন সুমন। ১৬ বছর পর প্রকাশিত হলো তাঁর নতুন গান। ‘আসমান জমিন’ শিরোনামে তাঁর নতুন গান আজ সন্ধ্যায় জি-সিরিজের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গানটির প্রযোজনা প্রতিষ্ঠানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘আসমান জমিন’ গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন এস আই এনজেল।

জেনস সুমনের প্রকৃত নাম গা‌লিব আহসান মে‌হে‌দি। ছবি: সংগৃহীত

ঈশা খান দূরের তত্ত্বাবধানে ভিডিও পরিচালনা করেছেন এ আর খান।

জেনস সুম‌নের প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশিত হয় ১৯৯৭ সা‌লে। তারপর একে একে আসে ‘আকাশ কেঁদে‌ছে’, ‘অতিথি’, ‘আশবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’ ইত্যাদি।

জেনস সুমনের প্রকৃত নাম গা‌লিব আহসান মে‌হে‌দি। সুমন তাঁর ডাকনাম। প্রায় ৩০০ গান গেয়েছেন তিনি। দীর্ঘ বিরতি প্রসঙ্গে ২০২০ সালে প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে গায়ক জানিয়েছিলেন, পারিবারিক ব্যবসায় ব্যস্ততার কারণে গানে সময় দিতে পারেননি তিনি। নিজেদের বিজ্ঞাপনী সংস্থায় সময় দেন তিনি। মাঝেমধ্যে টুকটাক স্টেজ শো করেন।