অনন্ত-রাধিকার প্রাক্‌-বিবাহ আসরে গাইতে কত নিচ্ছেন রিয়ানা

রিয়ানাইনস্টাগ্রাম থেকে

ভারতের শীর্ষ ধনকুবের আম্বানি পরিবারের বিয়ে মানেই এলাহি কাণ্ড। ছোট-বড় সব ধরনের উপলক্ষেই তাদের আয়োজনের কোনো খামতি থাকে না। আর এটা তো মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ে বলে কথা। অনন্ত-রাধিকার বিয়েতে কোনো কমতি রাখতে চান না মুকেশ-নীতা আম্বানি।
প্রাক্‌-বিবাহের আয়োজনে আমন্ত্রিত বিশ্বের বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে ধনকুবের, হলিউড-বলিউড এবং দক্ষিণের সিনেমাজগৎ কাঁপানো তারকারা। ১ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে অনুষ্ঠান। আর এ আয়োজনে মঞ্চ মাতাবেন হলিউডের জনপ্রিয় পপ গায়িকা রিয়ানা।
বৃহস্পতিবারই জামনগরে পৌঁছে গেছেন এই পপ সংগীতশিল্পী। বিমানবন্দর থেকে বের হয়েই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন গায়িকা। যদিও অনুষ্ঠানে রিয়ানার গানের তালিকা প্রকাশ্যে আনেননি আয়োজকেরা।

ধারণা করা হচ্ছে, তাঁর জনপ্রিয় গান ‘ডায়মন্ড’ গেয়ে ভক্তদের মাঝে উচ্ছ্বাস ছড়িয়ে দেবেন গায়িকা। তবে আম্বানিদের কাছ থেকে ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন সেটাই এখন টক অব দ্য টাউন।

স্ত্রী রাধিকা মার্চেন্টের সঙ্গে অনন্ত আম্বানি।
ছবি: এএফপি

২০১৫ সালে নিজের গাওয়া ‘বেটার হ্যাব মাই মানি’- গানটিতে মনে হচ্ছে মজা করেননি রিয়ানা। ডেইলি মেইলের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে, স্টেজে গাওয়ার পারিশ্রমিক হিসেবে ৫২ কোটি রুপি নিচ্ছেন রিয়ানা। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ কোটি টাকা। সাধারণত এমনই পারিশ্রমিক নিয়ে থাকেন এই পপ গায়িকা। তবে রিয়ানার পোশাক, স্টেজ ইকুইপমেন্টের সঙ্গে ব্যাকগ্রাউন্ড গায়কদের আনতেই প্রচুর অর্থ খরচ করতে হয়েছে আম্বানীদের। সবমিলে খরচ শত কোটি ছাড়িয়ে যাবে বলে মনে করছেন অনেকে। ভারতে পৌঁছাতে না পৌঁছাতেই রিহার্সেল শুরু করেন গায়িকা।

অরিজিৎ সিং। এএফপি

শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানের নাম ‘অ্যান ইভিনিং ইন এভারল্যান্ড’। অনুষ্ঠানে রিয়ানার পাশাপাশি তিন দিন ধরে সঙ্গীত পরিবেশন করবেন অরিজিৎ সিং, দিলজিৎ দোসাঞ্জসহ অনেকে। আম্বানিদের অনুষ্ঠানে এর আগেও আন্তর্জাতিক শিল্পীদের আনা হয়েছিল। তাদের মধ্যে আছেন বিয়ন্সে, জন লিজেন্ড, ক্রিস মার্টিন, দ্য চেইনস্মোকারসের মতো বড় বড় তারকারা।

বৃহস্পতিবার থেকেই শুরু হয়ে গেছে অনন্ত-রাধিকার প্রি-ওয়েডিং সেরেমনি। ‘অন্ন সেবা’ দিয়েই প্রাক-বিয়ের আয়োজনের সূচনা করেন আম্বানিরা। প্রথম দিনেই স্থানীয় গ্রামগুলোর ৫১ হাজার গ্রামের মানুষকে খাবার পরিবশেন করেন অনন্ত-রাধিকাসহ পরিবারের অন্যান্য সদস্যরা। যা চলবে আগামি কয়েকদিন ধরে।

ছেলের বিয়ের অনুষ্ঠানে ভারতের অন্যতম শীর্ষ ধনী মুকেশ ও নিতা আম্বানি
রয়টার্স

গেল বছরের ১৯ জানুয়ারি মুকেশ আম্বানির ছেলে অনন্ত এবং আরেক ধনকুবের বিনোদ মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্টের বাগদান হয়। ভারতের সবচেয়ে হাইপ্রোফাইল বিয়ে নিয়ে আগ্রহের কমতি নেই। আগামি জুলাইয়ের ১২ তারিখ গাঁটছড়া বাঁধবেন অনন্ত-রাধিকা। বিয়েতেও আয়োজনের কোন কমতি রাখবেননা মুকেশ-নীতা আম্বানি।