আর্ক, আভাস থেকে চিরকুট, ঈদে বিটিভির আয়োজনে ১৩ ব্যান্ড
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) থাকছে চার পর্বের ব্যান্ড সংগীত অনুষ্ঠান। অংশ নেবে দেশের ১৩টি ব্যান্ড।
ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় গাইবে চিরকুট। পরিচিত গানগুলোর পাশাপাশি দর্শকদের জন্য থাকছে কিছু চমকও। কী সেই চমক, সেটা এখনই জানাতে চাইছে না কর্তৃপক্ষ। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন নাসির উদ্দিন, উপস্থাপনায় কাজী মমরেজ মাহমুদ।
চতুর্থ দিন বিকেল চারটায় থাকছে তরুণদের চারটি ব্যান্ড—এফ মাইনর, মেকানিক, নাটাই ও তরুণ। মোট আটটি গান পরিবেশন করবে তারা। উপস্থাপনা করবেন সেবন্তী, প্রযোজনায় আবদুল্লাহ আল মামুন।
একই দিন সন্ধ্যা সাতটায় গাইবে আর্ক, সিম্ফনি, অরবিট ও রক্স বে রক। আর্ক গাইবে ‘সুইটি তুমি আর কেঁদো না’, ‘একাকী আমি একাকী’ ও ‘যা ছিল আড়ালে পরিচয়’; সিম্ফনি শোনাবে ‘এখনো পৃথিবীটা কী দারুণ সেজেছে’ ও ‘যে চোখে ছিল ভালোবাসা’; অরবিট পরিবেশন করবে ‘তুমি শুধু আমার’ আর ‘ওই এল রে বান’। এ ছাড়া রয়েছে রক্স বে রকের গান ‘তুমি আমার অধরা’।
পঞ্চম দিন সন্ধ্যা সাতটায় চূড়ান্ত পর্বে গাইবে বিজয়, বেঙ্গল সিম্ফনি, শুভযাত্রা ও আভাস। প্রযোজনায় থাকছেন আবদুল্লাহ আল মামুন।