শিল্পী ফরিদা পারভীন আর নেই
লোকসংগীতের বরেণ্য শিল্পী ফরিদা পারভীন মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ৭৩ বছর বয়সে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রাত সোয়া ১০টার দিকে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। লালন সাঁইয়ের গান গেয়ে তিনি পরিচিতি লাভ করেন। তাঁর গাওয়া ‘তোমরা ভুলে গেছ মল্লিকাদির নাম’, ‘এই পদ্মা এই মেঘনা’ গানগুলো জনপ্রিয়। সংগীতে অবদানের জন্য ১৯৮৭ সালে একুশে পদক পান।