ফেসবুক পেজে অনেকে পুরোনো কয়েকটি গান নতুন করে গাওয়ার অনুরোধ করছিলেন

ডলি সায়ন্তনী

নিজের গাওয়া পুরোনো সাতটি গান আবার নতুন করে গাইলেন ডলি সায়ন্তনী। এসব গানের ভিডিও পর্যায়ক্রমে শিল্পীর নিজের ফেসবুক পেজ ও ইউটিউবে প্রকাশিত হবে। নতুন সংগীতায়োজনে যে সাতটি গানে তিনি কণ্ঠ দিয়েছেন সেগুলো হলো, ‘আমার কোনো চাওয়া নাই, ‘হায়রে আমার এমনই কপাল’ ‘অন্তরে অসুখ, ‘যে ভুলের কারণে, ‘আজ জীবনের প্রান্তে দাঁড়িয়ে, ‘বাংলাদেশি মেয়ে আমি’ ও ‘নিতাইগঞ্জ’। আগামী শনিবার ‘হায়রে আমার এমনই কপাল’ গানটি প্রকাশিত হবে।

ডলি সায়ন্তনী
ছবি: সংগৃহীত

প্রথম আলোকে ডলি সায়ন্তনী বলেন, ‘আমার ফেসবুক পেজে অনেকে পুরোনো কয়েকটি গান নতুন করে গাওয়ার অনুরোধ করছিলেন। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে এসব অনুরোধ বেশি আসে। চিন্তা করে দেখলাম, নতুন সংগীতায়োজনে গানগুলো প্রকাশ করলে মন্দ হয় না। পুরোনো গানগুলো নতুন করে কণ্ঠ দিয়ে ভিডিও করে ছাড়লে এ প্রজন্মের শ্রোতারাও শুনতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। তাঁদের সঙ্গেও আমারও একটা যোগাযোগ তৈরি হবে। তাই মূল সুর ঠিক রেখে নতুন করে গানগুলো করেছি।’

ডলি সায়ন্তনী

কথায় কথায় ডলি সায়ন্তনী বললেন, ‘সেই ১৯৮৯ সালে আমার পেশাদার সংগীতজীবনের যাত্রা শুরু। এত বছর পরও আমার গাওয়া আগের গানগুলোর প্রতি শ্রোতাদের আগ্রহের বিষয়টি আমার কাছে বড় ব্যাপার মনে হয়। শ্রোতাদের কাছে আমি কৃতজ্ঞ।’ পুরোনো গানগুলোর নতুন সংগীতায়োজন করেছেন সুমন কল্যান ও রকি।

ডলি আরও বললেন, শ্রোতারা আসিফ আকবরের সঙ্গে নতুন দ্বৈত গানের অনুরোধও করেছেন। মালয়েশিয়াতে এক মাস কাটিয়ে গত সপ্তাহে বাংলাদেশে ফিরেছেন ডলি সায়ন্তনী। এসেই নতুন কয়েকটি গানের প্রস্তুতিও নিচ্ছেন।