দুই দশক পর আরেক জনপ্রিয় ভারতীয় শিল্পীর সঙ্গে আসিফের গান

শ্রেয়া ঘোষাল ও আসিফ আকবর
ছবি : আসিফের ফেসবুক পেজ

নব্বইয়ের দশকের শেষ দিকে গায়ক হিসেবে বাংলা গানে আবির্ভাব আসিফ আকবরের। প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় দিয়ে পান আকাশচুম্বী জনপ্রিয়তা। এরপর এগিয়ে চলা। দীর্ঘ পথচলায় চলচ্চিত্র ও অডিও মিলিয়ে অনেক গানে কণ্ঠ দিয়েছেন। এ যাত্রায় তিনি দেশের প্রায় সব নারী শিল্পীর সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন। গান গেয়েছেন ভারতের কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গেও। বাংলাদেশি গানের জনপ্রিয় এই গায়ককে এবার ভারতের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের সঙ্গে দ্বৈত গানে পাওয়া যাবে। খবরটি নিশ্চিত করেছেন আসিফ নিজেই।

আসিফ আকবর।

শ্রেয়া ঘোষালের সঙ্গে গানের খবরটি আসিফ আকবর আজ সোমবার নিজের ফেসবুকে জানান। এ–ও জানালেন, সবকিছু ঠিক থাকলে ২৪ নভেম্বর মুম্বাইয়ের একটি স্টুডিওতে এই গানে কণ্ঠ দেবেন শ্রেয়া। আসিফ ও শ্রেয়ার দুটি গান হবে, একটি হিন্দি অন্যটি বাংলা। আসিফের দেওয়া তথ্যমতে, নাম ঠিক না হওয়া হিন্দি গানের কথা লিখেছেন রবি বাসনেত, সুর-সংগীত করছেন রাজীব রায় চৌধুরী ও মনতোষ দেঘরিয়া। অন্যদিকে বাংলা গানের কথা লিখেছেন আসিফ ইকবাল, সুর–সংগীত মনোয়ার হোসেন টুটুলের।

শ্রেয়া ঘোষাল
ছবি সৌজন্যে: শ্রেয়া ঘোষালের ফেসবুক

সন্ধ্যায় আসিফের সঙ্গে কথা হয় প্রথম আলোর। তিনি বললেন, ‘শ্রেয়া তো বাংলাদেশে এর আগে কোনো গান গাননি। ১৫ বছর ধরে শুনেছি, অনেকে পরিকল্পনা করেছে, কিন্তু হয়নি। মাস তিনেক আগে আলোচনা এসেছিল সনি মিউজিক থেকে গান করার। তখন ভাবলাম, ওই দেশ থেকে হলে আমার কী দরকার। আমি তো নিজেই করে ফেলতে পারি। তা ছাড়া সনি মিউজিকে গিয়ে এই বয়সে কম্পিটিশন করারও কিছু নেই। বাংলাদেশে শ্রেয়া ঘোষাল প্রথম কোনো গান গাইবেন, এটা আমার চ্যানেলেই থাকুক। বাংলাদেশের হয়ে থাকুক, আমাদের সম্পদ হয়ে। তবে চেয়েছিলাম বাংলাদেশের গীতিকার সুরকার ও সংগীত পরিচালককে যুক্ত করতে। কিন্তু হিন্দিটায় হয়নি, তবে বাংলাটায় বাংলাদেশ থেকেই হবে। শ্রেয়াও পুরো ব্যাপারটি আন্তরিকভাবে গ্রহণ করেছেন।’

এর আগে ভারতের আরেক সংগীতশিল্পী কবিতা কৃষ্ণমূর্তির সঙ্গে দ্বৈত অ্যালবামে গান করেছিলেন আসিফ। সেটা ২০০৩ সালের ঘটনা। সেই স্মৃতি টেনে আসিফ বললেন, ‘শ্রেয়া ঘোষাল তখন ছোট ছিলেন। বিগত দেড় দশকে তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। পাঁচবার ভারতের জাতীয় পুরস্কার পাওয়া শ্রেয়া ঘোষালের কণ্ঠের ভক্ত আমি। ভার্সেটাইল এই গায়িকার সুরে বিমোহিত সারা বিশ্ব। মাস তিনেক ধরে চলছিল শ্রেয়া আর আমার দ্বৈত গানের প্রজেক্ট নিয়ে আলোচনা। অবশেষে সিদ্ধান্ত হয়েছে একটা হিন্দি, একটা বাংলা গান রেকর্ড করা হবে।’

রেকর্ডের পর সুবিধাজনক সময় দেখে গান প্রকাশ করবেন বলে জানালেন আসিফ। ফ্রান্সভিত্তিক প্রতিষ্ঠান বিলিভ মিউজিকের ব্যানারে আসিফ–শ্রেয়ার গান প্রকাশিত হবে।