তাহসান-রোজার বিচ্ছেদ: এক বছরে যা যা হলো

তাহসান ও রোজা। কোলাজ

সম্প্রতি তাহসান ও রোজা আহমেদের বিবাহবার্ষিকীর এক বছর পূর্ণ হলেও দুজনকে একসঙ্গে দেখা যায়নি। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ব্যক্তিজীবন নিয়ে চলমান নানা গুঞ্জনের অবসান ঘটালেন তাহসান নিজেই। শনিবার এ সংগীতশিল্পী ও অভিনেতা প্রথম আলোকে জানান, তাঁদের বিচ্ছেদের ঘটনা সত্য। গত কয়েক মাস ধরেই আলাদা থাকছেন তাঁরা।