নতুন প্রজন্মের শিল্পীদের জন্য জেমসের পরামর্শ
মঞ্চে উঠলে জেমস যতটা কাছের, মঞ্চ ছাড়তেই ততটা দূরের তারা। সংগীতশিল্পী জেমস আমাদের যতটা চেনা, ব্যক্তি জেমস ভক্তদের এখনো অনেকটাই অজানা। খুব একটা কথা বলেন না। গানে–গিটারে ঝড় তুলে ভক্ত–শ্রোতাদের যা যা বলার, বলে দেন তিনি। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গের শ্রোতাদের গান শুনিয়ে এলেন। ৩ মার্চ নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত তাঁর কনসার্ট নিয়ে ওপারে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। সাধারণত সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেন না জেমস, তবে কলকাতায় এই শোয়ের ফাঁকে একাধিক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সেসব আলাপচারিতায় উঠে এসেছে জেমসের শুরুর দিনগুলো, তাঁর সংগীতভাবনা, বলিউড অধ্যায় থেকে আইয়ুব বাচ্চু প্রসঙ্গ। নতুন প্রজন্মের শিল্পীদের জন্য দিয়েছেন পরামর্শও।
ভিডিও সাক্ষাৎকারে প্রশ্ন করা হয়েছিল, প্রথম ব্যান্ড ফিলিংসকে কতটা অনুভব করেন এই গায়ক। জবাবে জেমস বলেন, ‘ওটা শুরু ছিল। ওটা একটা শেখার সময় ছিল। তখন আমরা কাভার মিউজিক করতাম। ক্লাবে বাজাতাম।’ বলিউডে নিয়মিত না হওয়া প্রসঙ্গে জেমস বলেন, যে সময়, যে বয়সে আমাকে ডাকা হয়েছিল (বলিউডে), তখন (হিন্দি ভাষা নিয়ে) আরও চর্চা করা বা ওই শক্তি ছিল না। আমি ফ্রি ফর্ম মিউজিক করি। বলিউডে মিউজিক করতে হলে তোমাকে সেইভাবে প্রস্তুত করতে হবে নিজেকে।
পছন্দের শিল্পী ও ব্যান্ড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জেমস জানান, প্রিয় শিল্পীর তালিকাটা অনেক লম্বা। এরপরও যেহেতু বলতে হয়, জেমস তা বললেন এভাবেই, ‘অনেক শিল্পী আছেন আসলে। কাকে রেখে কার কথা বলব? কার নাম বলব? প্রচুর...প্রচুর শিল্পী আছেন, যাঁরা সব সময় আমাকে অনুপ্রাণিত করেন। তাঁদের মধ্যে আইয়ুব বাচ্চু ছিলেন। আজম খান, মাকসুদসহ আছেন অনেকেই, যাঁরা আমার খুব অনুপ্রেরণার।’ তিনি আরও জানান, কলকাতার ফসিলসের রূপম ইসলাম অনেক প্রিয়, ‘চন্দ্রবিন্দু শোনা হয়েছে। আরও আগে কবীর সুমন ও অঞ্জন দত্তের গান শুনেছি। এ রকম অনেকেই আছেন,’ যোগ করলেন জেমস।
জেমসের গানের বড় অনুপ্রেরণা প্রেম। তাঁর ভাষায়, ‘প্রেম না থাকলে তো গান হবে না। প্রেম থাকতেই হবে। প্রেম ছাড়া সংগীত বা কোনো সৃষ্টি হতেই পারে না।’ প্রয়াত রক তারকা আইয়ুব বাচ্চু প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘ওনার ব্যাপারটা আমি আলোচনা করতে চাই না। কারণ, উনি এখনো জীবিত আমার কাছে। আমার মনে হয়, হয়তো সন্ধ্যায় আবার উনি ফোন করে বসবেন। আমি চাই-ই না ব্যাপারটা মাথায় রাখতে যে উনি নেই। এটা আমাকে ডিস্টার্ব করে।’ নতুন প্রজন্মের শিল্পীদের জন্য পরামর্শ চাইলে তিনি বলেন, ‘শুধু গান করে যেতে হবে। লাইভ করো, স্টেজ, স্টেজ এবং স্টেজ।’