আসছেন ‘ডন’ রূপে, রীতিমতো অভিনয় করতে হয়েছে আসিফকে!

১৭ জুন ঈদের দিন বিকেলে আসিফ আকবরের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটিপরিচালকের সৌজন্যে

এবার গানের সঙ্গে অন্য এক আসিফ আকবরকে দেখবেন দর্শক। একটি মিউজিক্যাল ফিল্মের মধ্যে অন্যায়ের প্রতিবাদকারী ‘যুবক’ হিসেবে দেখা যাবে তাঁকে। ‘দ্য লাস্ট ডন’ শিরোনামের একটি গানের মধ্যে গান গাওয়ার পাশাপাশি ‘ডন’ চরিত্রে অভিনয়ও করেছেন তিনি। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে এর শুটিং শেষ হয়েছে।
গানের গল্প ভাবনাও আসিফ আকবরের নিজের। আসিফ বলেন, ‘অনেক দিন ধরেই এমন একটি মিউজিক্যাল ফিল্ম করার পরিকল্পনা করে আসছি। গানের মধ্যে মূল চরিত্রটিই করেছি আমি। আমাকে তো রীতিমতো অভিনয় করতে হয়েছে এখানে। এটি আমার জন্য অন্য রকমের একটা অভিজ্ঞতা। দর্শক-শ্রোতারা এখানে আমাকে নতুনভাবে পাবেন।’

গান গাওয়ার পাশাপাশি ‘ডন’ চরিত্রে অভিনয়ও করেছেন আসিফ আকবর
পরিচালকের সৌজন্যে

মিউজিক্যাল ফিল্মের গল্প প্রসঙ্গে এই গায়ক জানান, একজন গায়ক গান গায়, আনন্দের জীবন। তার চোখে ধরা পড়তে থাকে যাপিত জীবনের অন্য দিকগুলো। সে নিজেও সেই নোংরা সমাজের একটা অংশ। বিচার যখন না পায়, ডন নিজের হাতেই আইন তুলে নেয়। নারী পাচার, মানব পাচারের বিরুদ্ধে প্রতিবাদের গল্প এটি।
মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন চিত্র পরিচালক সৈকত নাসির। এর আগে ২০১৭ সালে আসিফ আকবরকে নিয়ে তাঁরই পরিচালনায় ‘আগুন’ শিরোনামে মিউজিক ভিডিওটি আলোচিত হয়েছিল।

পরিচালক জানান, প্রায় ছয় মাস ধরে এই কাজ নিয়ে প্রস্তুতি চলেছে। তিনি বলেন, ‘আসিফ ভাইয়ের পরামর্শেই এটি করেছি। সে অনেক দিন ধরেই এমন প্রতিবাদী গল্পের গান নিয়ে ফিল্ম করার কথা ভাবছিলেন। শুটিংয়ের আগে অনেক দিন ধরেই প্রস্তুতি নিয়ে কাজটি করেছি। সম্প্রতি এর শুটিং শেষ করেছি।’

পরিচালক জানান, প্রায় ছয় মাস ধরে এই কাজ নিয়ে প্রস্তুতি চলেছে
পরিচালকের সৌজন্যে

এই পরিচালকের ভাষ্য, এর আগে আসিফ ভাইকে নিয়ে ‘আগুন’ মিউজিক ভিডিও গানের ভিডিওর নতুন বাজার তৈরিতে সাহায্য করেছিল। এ সময়ে এই ভিন্ন ধরনের মিউজিক্যাল ফিল্মও গানের ভিডিওর বাজার তৈরিতে ভূমিকা রাখতে পারে।
‘দ্য লাস্ট ডন’ গানটির লেখা সুহৃদ সুফিয়ান, সুর-সংগীত করেছেন জাবেদ আহমেদ।
জানা গেছে, ১৭ জুন ঈদের দিন বিকেলে আসিফ আকবরের নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি।