সিডনি থেকে বাঁধনের ‘গোল্লাছুট’

সাবরিনা রহমান বাঁধনফেসবুক থেকে

কণ্ঠশিল্পী বাঁধনকে মনে আছে নিশ্চয়ই। ২০০৬ সালে তৎকালীন সংগীত প্রতিযোগিতার অনুষ্ঠান ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’-এর সেরা ১০-এ স্থান করে নিয়েছিলেন সাবরিনা রহমান বাঁধন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে লেখাপড়ার পাশাপাশি নিয়মিত সংগীতচর্চা করতেন। মাঝে পেশাগত কাজে বেশি ব্যস্ত হয়ে পড়েছিলেন। দীর্ঘদিন পর নতুন গানের অ্যালবামের সূত্রে খবর মিলল বাঁধনের। অস্ট্রেলিয়ার সিডনি থেকে গানের অ্যালবাম প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ান ২০০৬-এর সেরা ১০ গায়িকা সাবরিনা রহমান বাঁধন।

সাবরিনা রহমান বাঁধন
শিল্পীর সৌজন্যে

সম্প্রতি তাঁর লেখা ও সুর করা চারটি গান নিয়ে অ্যালবাম ‘গোল্লাছুট’ প্রকাশিত হয়েছে। অ্যালবামে ‘এক অজানা বাতাস’, ‘শিশির ভেজা পাতায় পাতায়’, ‘গোল্লাছুট’ ও ‘রাসলীলা’ শিরোনামের গান গেয়েছেন তিনি। এর মধ্যে ‘রাসলীলা’ গানটির সুর তিনি করে থাকলেও গানটি লিখেছেন বর্তমান ময়মনসিংহ বিভাগীয় কমিশনার সালমা তানজিয়া। অ্যালবামের সংগীত আয়োজন করেছেন জয় শাহরিয়ার।

সম্প্রতি সাবরিনা রহমান বাঁধনের লেখা ও সুর করা চারটি গান নিয়ে অ্যালবাম ‘গোল্লাছুট’ প্রকাশিত হয়েছে

সদ্য প্রকাশিত অ্যালবামটি আজব রেকর্ডস থেকে প্রকাশিত হয়েছে। প্রাথমিকভাবে আজব রেকর্ডস ও বাঁধনের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানগুলো।

তবে সব কটি গান শোনা যাবে আইটিউন, অ্যামাজন, টাইডাল ইত্যাদি অনলাইন প্ল্যাটফর্মে। দীর্ঘদিন পর এই শিল্পীর গান শুনতে পেরে আনন্দ প্রকাশ করেছেন সিডনির বাংলাদেশিরা।

সাবরিনা রহমান বাঁধন
ফেসবুক থেকে
আরও পড়ুন

তেমন একজন প্রবাসী বাংলাদেশি বলেন, ‘ক্লোজআপ ওয়ানের সময়ে আমরা খুব চমৎকার বাংলা গানের কিছু শিল্পী পেয়েছি। এর মধ্যে আমার অন্যতম পছন্দের একজন শিল্পী বাঁধন। তাঁর গানে মন্ত্রমুগ্ধ লাগত। খুব চেয়েছিলাম তিনি বিজয়ী হোন। একজন শিল্পী শিল্পীই থাকবেন। বহুদিন পর তাঁর গান শুনতে পেরে খুব ভালো লেগেছে।’ ময়মনসিংহ থেকে মুঠোফোনে এই প্রতিবেদকের সঙ্গে কথা বলেন গীতিকার সালমা তানজিয়া। তিনি বলেন, ‘গান লেখার প্রতি ছোটকাল থেকে দুর্বলতা। সরকারি কাজের ব্যস্ততার মধ্যেই একদম হৃদয়ের খোরাক আর প্রাণের তাগিদেই গান লিখি। এখানে আর কোনো কিছুর বিনিময় নেই।’

নতুন অ্যালবাম নিয়ে বাঁধন বলেন, ‘গান আমার ভালোবাসা, গান নিয়েই থাকতে চেয়েছিলাম। কর্ম আর ব্যক্তিগত জীবনের মধ্যে যতটুকু সময় পাই, গানে দেওয়ার চেষ্টা করি। গান লেখা ছিল বেশ কিছু। লাস্ট একটা সেমিস্টার ব্রেকে সিডনি থেকে দেশে গিয়েছিলাম। তখন গানগুলো রেকর্ডিং করে এসেছিলাম। গানগুলো সম্পাদনা শেষ এবার ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ করেছি। আশা করি সবার ভালো লাগবে।’

অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিজ্ঞানের ওপর স্নাতকোত্তর অধ্যয়ন করছেন
ফেসবুক থেকে

একসময়ের সংগীতের মাধ্যমে দেশব্যাপী পরিচিত পাওয়া বাঁধন বাংলাদেশের জনপ্রশাসন বিভাগের জ্যৈষ্ঠ সহকারী সচিব হিসেবে কর্তব্যরত রয়েছেন। তবে বর্তমানে শিক্ষা ছুটিতে অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিজ্ঞানের ওপর স্নাতকোত্তর অধ্যয়ন করছেন। নাটোরের নলডাঙা উপজেলার ঠাকুর লক্ষ্মীভোল গ্রামে এ শিল্পীর জন্ম। অন্য পেশায় যোগ দিলেও থেমে নেই তাঁর লেখালেখি আর সংগীতচর্চা। গান গাওয়া, বই পড়া। লেখেন গল্প, কবিতা, উপন্যাস। সাবরিনা রহমান বাঁধনের ‘শেষের কবিতা পরে’ কাব্যগ্রন্থ আর ‘কমলো মেঘের ওজন’ উপন্যাস ২০২২ সালের বইমেলায় প্রকাশিত হয়।