শুনতে পারেন কোল্ডপ্লের নতুন অ্যালবাম ‘মুন মিউজিক’

কোল্ডপ্লেইনস্টাগ্রাম থেকে

১২তম অ্যালবাম প্রকাশের পর অ্যালবাম থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছে কোল্ডপ্লে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে দশম স্টুডিও অ্যালবাম ‘মুন মিউজিক’ প্রকাশ করেছে ব্রিটিশ রক ব্যান্ডটি।

আজ স্পটিফাই, অ্যাপল মিউজিক, আইটিউনস স্টোর, ইউটিউব মিউজিকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে অ্যালবামটি।

সমুদ্রসৈকতে বালুর ওপরে লেখা ‘মুন মিউজিক’ ও ভালোবাসার ইমোজি আকাঁ একটি ছবি এক্সে পোস্ট কোল্ডপ্লে লিখেছে, ‘তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, তোমার জন্য আমাদের ভালোবাসা পাঠালাম।’

এ অ্যালবামে ‘মুন মিউজিক’, ‘ফিলস লাইক আই অ্যাম ফলিং ইন লাভ’, উই প্রে’, ‘গুড ফিলিং’সহ ১০টি গান রয়েছে।

সামনে আরও দুটি অ্যালবাম প্রকাশ করবে কোল্ডপ্লে। গত মঙ্গলবার এক সাক্ষাৎকারে ব্যান্ডের ভোকালিস্ট ক্রিস মার্টিন জানান, ১২তম অ্যালবামের পর আর কোনো অ্যালবাম রেকর্ড করবে না কোল্ডপ্লে। তবে ব্যান্ডের সদস্যদের সঙ্গে কোলাবরেশন করবেন তিনি।

আগামী জানুয়ারিতে মুম্বাইয়ে ‘মিউজিক অব দ্য স্পেয়ারস’ ট্যুরে গাইবে ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে। আট বছর পর ভারতে গাইতে আসছে কোল্ডপ্লে। আগামী ১৮, ১৯ ও ২১ জানুয়ারি মুম্বাইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে গাইবে ব্যান্ডটি।