এবিসি রেডিওর ‘চির সখা হে’ অনুষ্ঠানে জয়ীতা গেয়েছেন ‘চিরসখা হে’, ‘শাঙনগগনে ঘোর ঘনঘটা’, ‘ছায়া ঘনাইছে বনে বনে’, ‘ঝরঝর বরিষে বারিধারা’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘গোধূলিগগনে মেঘে ঢেকেছিল তারা’, ‘ভরা থাক স্মৃতিসুধায়’, এবং ‘তোমার অসীমে প্রাণমন লয়ে’।
অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন ফিরোজ চৌধুরী এবং প্রযোজনা করেন এবিসি রেডিওর নির্বাহী প্রযোজক সাগর শাহরিয়ার।