দেখা হবে সুমনে সুমনে

কবীর সুমনছবি: সংগৃহীত

১৯৯২ সালের এপ্রিলে মুক্তি পায় তোমাকে চাই। আধুনিক বাংলা গানকে নতুন মাত্রা দেওয়া অ্যালবামটি নিয়ে আলোচনা শুরু হতে সময় লাগেনি। এরপর একে একে বসে আঁকো, ইচ্ছে হলো, গানওলা, ঘুমাও বাউন্ডুলে—সুমন চট্টোপাধ্যায় হয়ে ওঠেন বাংলা গানের নতুন কান্ডারি। তাঁর গানের কথায় উঠে আসে দৈনন্দিন জীবনের নানা ঘটনা। সংবাদপত্রের পাতা থেকে খবর তুলে এনে গান বাঁধতেন সুমন। গানের কথায় নানা ধরনের নিরীক্ষা চালিয়েছেন। ‘গড়িয়াহাটার মোড়, মিনি মিনি বাস বাস’ এভাবে বহুবচনের ব্যবহারের কথা আর কে ভেবেছে। নব্বই দশকের কলকাতায় সুমনের গানের আসর মানে কেবল গান নয়, তার চেয়েও বেশি কিছু। কেবল সুমনের গান শুনতে গিয়েই আলাপ, পরিচয়, বন্ধুত্ব হয়ে গেছে কতজনের, সে খবর কে রেখেছেন। সম্ভবত সে কথা মাথায় রেখেই কবি লিখেছিলেন, ‘দেখা হবে সুমনে সুমনে’। সেই সুমন, কবীর সুমন আজ গাইবেন ঢাকায়। ‘তোমাকে চাই-এর ৩০ বছর উদ্যাপন’ শিরোনামে গানের অনুষ্ঠানের আয়োজন করেছে পিপহোল।

আজ বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আধুনিক বাংলা গান পরিবেশনা দিয়ে শুরু হবে তিন দিনের আয়োজন। তবে অনেক অপেক্ষার এই আয়োজন নিয়ে গত কয়েক দিনে নাটকীয়তা কম হয়নি। শুরুতে সুমনের গানের আয়োজনটি হওয়ার কথা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘরে। সে পরিকল্পনা অনুযায়ী টিকিটও বিক্রি করেছিলেন আয়োজকেরা। কিন্তু আয়োজনের দুই দিন আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানায়, অতি গুরুত্বপূর্ণ স্থাপনা হওয়ায় জাতীয় জাদুঘরে এ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়নি। শুরু হয় সুমনের গান পরিবেশনা নিয়ে অনিশ্চয়তা। তবে সব শঙ্কা কেটে যায় গতকাল। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এ কে এম হাফিজ আক্তার প্রথম আলোকে জানান, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গানের আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে তিন দিনব্যাপী এ আয়োজনের সূচি অনুযায়ী ১৮ অক্টোবর বাংলা খেয়াল ও ২১ অক্টোবর আধুনিক বাংলা গান পরিবেশনের কথা রয়েছে কবীর সুমনের। গত শুক্রবার টিকিট ছাড়া হয়েছে। টিকিট নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা গেছে—মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে বিক্রি হয়েছে আধুনিক বাংলা গানের দুই দিনের শোর সব টিকিট। বাংলা খেয়ালের টিকিটও শেষের পথে বলে জানান আয়োজকেরা। তাঁর গান শুনতে শ্রোতাদের আগ্রহ দেখে আনন্দিত সুমনও। ঢাকার দর্শকের উদ্দেশে একটি ভিডিও বার্তায় কবীর সুমন বলেন, ‘এ আয়োজন নিয়ে বাংলাদেশের নবীনদের মধ্যেও খুব উৎসাহ রয়েছে বলে জানান আয়োজকেরা। এটা আমার খুব ভালো লাগছে।’ গান শোনাতে এর মধ্যেই ঢাকায় পৌঁছেছেন সুমন।  

ঢাকায় সুমনের গানের আয়োজন নিয়ে গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আয়োজকেরা জানান, ১৫, ১৮ ও ২১ তিন দিনের অনুষ্ঠানের জন্য বেলা ৩টা ৩৫ মিনিটে দ্বার খোলা হবে, অনুষ্ঠান শুরু হবে বিকেল সাড়ে ৪টায়। রাত আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত চলবে সুমনের গান। আয়োজকেরা জানান, ভেন্যুতে কোনো টিকিট বিক্রি করা হবে না। টিকিট ছাড়া শ্রোতাদের অনুষ্ঠানস্থলে না আসার অনুরোধও করেছেন তাঁরা। সংবাদ সম্মেলনে আয়োজকদের একজন ফুয়াদ বিন ওমর বলেন, ‘ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সাউন্ড সিস্টেম ব্যবহার করছি না। আমাদের নিজস্ব সাউন্ড সিস্টেম ব্যবহার করব। সাউন্ড সিস্টেমের কোনো জটিলতা হবে না বলে আশা করছি।’ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মীর আরিফ বিল্লাহ ও পিপহোলের উপদেষ্টা তাজুল ইসলাম।