মাকড়সার কামড়ে গায়কের মৃত্যু

ডার্লিন মোরাইসছবি: ইনস্টাগ্রাম

মুখমণ্ডলে মাকড়সার কামড়ে আহত ব্রাজিলের তরুণ গায়ক ডার্লিন মোরাইস মারা গেছেন। গত সোমবার মোরাইসের মৃত্যু হয়েছে বলে তাঁর স্ত্রী জুলেনি লিসবোয়ার বরাতে জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম জিওয়ান।

পরে মোরাইসের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকেও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর পরিবার। জুলেনি লিসবোয়ার জানান, শনিবার মোরাইস ক্লান্তি অনুভব করেন, তাঁর চোখমুখ দ্রুত কালো হতে থাকে। রোববার তাঁকে জেনারেল হাসপাতাল অব পালমাসে ভর্তি করা হয়।

চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করেও ফেরাতে পারেননি ২৮ বছর বয়সী এই গায়ককে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মৃত্যু হয়েছে তাঁর। ব্রাজিলের জনস্বাস্থ্য বিভাগ মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত করছে।
মোরাইসের সঙ্গে তাঁর ১৮ বছর বয়সী সৎমেয়েও মাকড়সার কামড় খেয়ে আহত হয়েছেন। তিনিও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, মেয়ের অবস্থা স্থিতিশীল।

ইনস্টাগ্রাম স্টোরিতে মোরাইসের পরিবার লিখেছে, ‘এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য আপনাদের কৃতজ্ঞতা জানাই।’
মাত্র ১৫ বছর বয়সে গান শুরু করেছেন মোরাইস। তিন সদস্যের একটি ব্যান্ডও রয়েছে তাঁর।

আরও পড়ুন