‘কেউ একটি পোশাক পরলে ৩০ সেকেন্ডের মধ্যে কটু মন্তব্য করতে শুরু করি আমরা’

সাবরিনা কার্পেন্টার। ছবি: রয়টার্স

নিজের গানে যৌনতা নিয়ে খোলামেলা বক্তব্যের জন্য সম্প্রতি সমালোচনার মুখে পড়েছেন মার্কিন গায়িকা সাবরিনা কার্পেন্টার। তবে এসব সমালোচনাকে পাত্তা দিতে রাজি নন তিনি। বরং প্রশ্ন তুলেছেন—যেগুলো নিয়ে অভিযোগ, সেই গানগুলোই তো জনপ্রিয় করেছেন শ্রোতারা।

আমি মনে করি, এমন সময় আর কখনো আসেনি, যখন নারীদের এতটা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়েছে। শুধু আমি নয়, এখন যাঁরা নারী শিল্পী হিসেবে কাজ করছেন, প্রত্যেকেই এই পর্যবেক্ষণের শিকার।
সাবরিনা কার্পেন্টার

রোলিং স্টোন সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে সাবরিনা বলেন, ‘সবচেয়ে মজা লাগে, যখন মানুষ অভিযোগ করেন, “ও তো সব সময় এসব বিষয় নিয়েই গান করে।” অথচ এই গানগুলোকে তো আপনারাই জনপ্রিয় করেছেন। স্পষ্টতই আপনারা যৌনতা ভালোবাসেন। আপনারাই তো এগুলোতে মেতে আছেন। এগুলোই তো আমার শোয়ের অংশ।’

তাঁর সাম্প্রতিক কনসার্ট সিরিজ ‘শর্ট এন সুইট ট্যুর’-এ ‘জুনো’ গানটির একটি অংশ নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। এই লাইনগুলো মঞ্চে পারফর্মের সময় আবেদনময়ী ভঙ্গিতে দেখা গেছে তাঁকে। রিলস, শর্টসে ভিডিওটি ঘুরে ফিরে আসে আর নতুন করে ট্রলের শিকার হন সাবরিনা।

সাবরিনা কার্পেন্টার। ছবি: রয়টার্স

এ প্রসঙ্গে ২৬ বছর বয়সী গায়িকা বলেন, ‘পুরো গানে আরও অংশ আছে, কিন্তু প্রতিদিন আপনারা ওই অংশটুকুই পোস্ট করেন, সেগুলো নিয়েই মন্তব্য করেন। এটা আমি নিয়ন্ত্রণ করতে পারি না।’

নারীদের প্রতি বর্তমান সমাজের দৃষ্টিভঙ্গি নিয়েও নিজের হতাশা প্রকাশ করেন এই গ্র্যামিজয়ী শিল্পী। তিনি বলেন, ‘আমি মনে করি, এমন সময় আর কখনো আসেনি, যখন নারীদের এতটা খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা হয়েছে। শুধু আমি নয়, এখন যাঁরা নারী শিল্পী হিসেবে কাজ করছেন, প্রত্যেকেই এই পর্যবেক্ষণের শিকার।’

সাবরিনা কার্পেন্টার। ছবি: রয়টার্স

তিনি আরও যোগ করেন, ‘সময়টা এমন—মনে হয় যেন নারী ক্ষমতায়ন হচ্ছে, নারীরা নারীদের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, কেউ একটি পোশাক পরলে ৩০ সেকেন্ডের মধ্যে তার ব্যাপারে কটু মন্তব্য করতে শুরু করি আমরা।’

সম্প্রতি ‘ম্যানচাইল্ড’ নামের একটি একক গান প্রকাশ করেছেন সাবরিনা। এটা তাঁর মুক্তির অপেক্ষায় থাকা সপ্তম অ্যালবাম ম্যানস বেস্ট ফ্রেন্ডের গান। অ্যালবামটি বাজারে আসবে আগামী ২৯ আগস্ট।

আরও পড়ুন

এক বছরের মধ্যে নতুন অ্যালবাম ঘোষণার কারণেও সমালোচনার মুখে পড়েছেন তিনি। এ প্রসঙ্গে সাবরিনা বলছেন, ‘ইচ্ছা করলেই আগের অ্যালবাম নিয়ে আরও অনেক ট্যুর করতে পারতাম। কিন্তু আমি এখন এমন একটা জায়গায় আছি, যেখানে মনে হচ্ছে—কোনো নিয়ম নেই। নতুন কিছু লিখতে, তৈরি করতে ইচ্ছা হলে আমি সেটা করতে চাই। শুধু শুধু মানুষকে কেন অপেক্ষা করাব?’