আজ বুধবার রাতে ঢাকার আর্মি স্টেডিয়ামে ‘তারুণ্যের বাংলাদেশ কনসার্ট’–এ গান পরিবেশন করবে রক তারকা জেমসের ব্যান্ড নগরবাউল। নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর প্রথম আলোকে জানান, রাত ৯টায় মঞ্চে উঠবে নগরবাউল।
নগরবাউল ছাড়াও এ আয়োজনে কোক স্টুডিও বাংলা, মেট্রিক্যাল, ক্যালিপ্সো, বিটস অব ড্রিমসসহ কয়েকটি ব্যান্ড গাইবে। বঙ্গবন্ধু আন্তবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী আয়োজনে এ কনসার্টের আয়োজন করা হয়েছে।
আগ্রহীরা ব্যক্তিরা https://biusc.org/ticket–এই লিংকে নিবন্ধন করে কনসার্টটি উপভোগ করতে পারবেন।
রুবাইয়াৎ ঠাকুর জানান, এটি ছাড়াও ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজনের অপেক্ষায় থাকা ‘ব্যান্ড মিউজিক ফেস্ট–২০২২ ’–এ গাইবে নগরবাউল। ডিসেম্বর ও জানুয়ারিতে ঢাকা ও ঢাকার বাইরে বেশ কয়েকটি কনসার্ট রয়েছে ব্যান্ডটির।
১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জেমস। ফিলিংস থেকে ‘স্টেশন রোড’, ‘অনন্যা’, ‘জেল থেকে বলছি’, ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’, ‘কালেকশন অব ফিলিংস’ শিরোনামে অ্যালবাম প্রকাশিত হয়।
পরে ‘ফিলিংস’ ভেঙে ‘নগর বাউল’ গঠন করেন তিনি। ‘দুষ্টু ছেলের দল’ ও ‘বিজলি’ শিরোনামে দুটির অ্যালবাম প্রকাশ করে ব্যান্ডটি।
২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের চলচ্চিত্র ‘গ্যাংস্টার’–এ গান পরিবেশন করেন জেমস। তাঁর গাওয়া ‘ভিগি ভিগি’ গানটি প্রকাশের পর ভারতীয় উপমহাদেশের শ্রোতাদের মধ্যে আলোড়ন তুলেছিল।
একই বছর মোহিত সুরির পরিচালনায় ‘ও লামহে’ চলচ্চিত্রে ‘চাল চালে আপনে ঘর’, ২০০৭ সালে অনুরাগ বসুর ‘লাইফ ইন অ্যা… মেট্টো’ চলচ্চিত্রে ‘আলভিদা’ ও ২০১৩ সালে ‘ওয়ার্নিং’-এ ‘বেবাসি’ গানে কণ্ঠ দেন জেমস।