অকালে চলে গেলেন ‘হোক কলরব’ গানের গীতিকার রাজীব আশরাফ

রাজীব আশরাফ
সংগৃহীত

‘হোক কলরব ফুলগুলো সব, লাল না হয়ে নীল হলো ক্যান/ অসম্ভবে কখন কবে, মেঘের সাথে মিল হলো ক্যান/ হোক অযথা এসব কথা, তাল না হয়ে তিল হলো ক্যান’ অর্ণবের গাওয়া তুমুল জনপ্রিয় এ গানসহ আরও অনেক গীতিকবিতা রচনা করেছেন রাজীব আশরাফ। লিখেছেন অনেক বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল। বানিয়েছেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটকও। আজ শুক্রবার সকালে মাত্র ৩৮ বছর বয়সে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যায় শেষনিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজীব আশরাফের মৃত্যুর খবরটি প্রথম আলোকে নিশ্চিত করেছেন তাঁর বড় বোন আয়েশা বেগম কনক।

কনক জানান, রাজীব আশরাফ ছোটবেলা থেকেই অ্যাজমাটিক সমস্যায় ভুগছিলেন। তাই সব সময় চিকিৎসকের তত্ত্বাবধানে থাকতেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের পর তাঁর শ্বাসকষ্ট বাড়ে।

চলচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ
ফেসবুক থেকে

এরপর নিয়মিত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করে তাঁর চেম্বারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাঁর চেম্বারে দেখে পরামর্শ দেন হাসপাতালে ভর্তির। এরপর তাঁকে বক্ষব্যাধি হাসপাতালে ভর্তির চেষ্টা করা হয়। কনক বলেন, ‘অ্যাম্বুলেন্সে করে আমরা তাকে বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে যাই। কিন্তু সেখানে ভর্তির মতো ব্যবস্থা না থাকায় ফিরে আসতে হয়। অ্যাম্বুলেন্সে করে আরেকটি হাসপাতালে যাই। সেখানেও ভর্তি করানো সম্ভব হয়নি। এরপর অ্যাম্বুলেন্স ঘুরিয়ে আমরা রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাই। রাত ১১টায় ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন হয়। আজ শুক্রবার সকাল ১১টায় তো আমরা ভাইটা মারাই গেল। সবাই আমার ভাইটার জন্য যেন দোয়া করে।’

রাজীব আশরাফের বড় বোন কনকের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন অ্যাম্বুলেন্সে করে মিরপুর ১১ নম্বরের বাসার দিকে যাচ্ছিলেন। তিনি জানান, মিরপুর ১০ নম্বর কবরস্থানে তাঁকে বাদ আসর সমাহিত করা হবে।

অর্ণবের গাওয়া ‘হোক কলরব’ ছাড়াও ‘ধূসর মেঘ’, ‘ঘুম’, ‘রোদ বলেছে হবে’, ‘একটা মেয়ে’, ‘প্রতিধ্বনি’, ‘মন খারাপের একটা সকাল’, ‘কে আমি’, ‘ইট কাঠ পাথরের’, ‘যখন জোনাক জ্বলে’, ‘নাম ছিল না’, ‘বিভ্রম’ প্রভৃতি রাজীবের লেখা জনপ্রিয় গান। এ ছাড়া ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’, ‘এই আমার শহর’, ‘যাযাবর পাখনা’, ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’, ‘নিঝুম রাতের তারা’, ‘প্রহর’ তাঁর লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে অন্যতম। ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’ তাঁর প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ।

চলচ্চিত্রের গানও লিখেছেন রাজীব আশরাফ। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ ছবিতে অর্ণব গেয়েছেন রাজীবের লেখা ‘বোকা চাঁদ’ গানটি। তাঁর লেখা গান রয়েছে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রেও। বেশ কিছু প্রতিষ্ঠানের বিজ্ঞাপনচিত্রও বানিয়েছেন।

শুধু লেখা বা নির্মাণই নয়, রাজীব আশরাফ অভিনয়ও করেছেন নাটক ও টেলিছবিতে
ফেসবুক থেকে

বাংলাদেশ গেমসের জন্য বানিয়েছিলেন তথ্যচিত্র। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানিয়ে কুড়িয়েছেন সুনাম। এগুলো হলো ‘জলচর’, ‘বিস্ময়’এবং ‘অ্যাকুয়ারিয়াম’। নির্মাণ করেছেন বেশ কিছু টিভি নাটক। শুধু লেখা বা নির্মাণই নয়, রাজীব আশরাফ অভিনয়ও করেছেন নাটক ও টেলিছবিতে।