প্রথম গানেই বাজিমাত

‘উইশ’ ব্যান্ডের সদস্যেরাছবি: সনি মিউজিক ইন্ডিয়া

বিটিএস, ব্ল্যাকপিংকের মতো ব্যান্ডের হাত ধরে দুনিয়াজুড়ে ছড়িয়ে পড়েছে কে পপ। কোরীয় পপের জাদুতে বুঁদ হয়েছেন তরুণেরা। পাশাপাশি জে (জাপানি) পপের জনপ্রিয়তাও কম নয়।

কে পপ নিয়ে উন্মাদনার মধ্যে কে পপের আদলে আই (ইন্ডিয়া) পপকে বিশ্বমঞ্চে নেওয়ার পরিকল্পনা করেছে সনি মিউজিক। ‘উইশ’ নামে একটি নারীদের আই পপ ব্যান্ড নিয়ে এসেছে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানটি। খবর বিবিসির

‘উইশ’ ব্যান্ডের সদস্যেরা
ছবি: সনি মিউজিক ইন্ডিয়া

চার সদস্যের এই নবগঠিত ভারতীয় ব্যান্ডে রয়েছেন—রি দুগ্গল, সিম দুগ্গল, জোয়ি সিদ্ধার্থ ও সুচি শিরকে। রি ও সিম দুই বোন। গত দুই দশকের মধ্যে ভারতে নারীদের প্রথম কোনো মূলধারা ব্যান্ড হিসেবে যাত্রা করেছে উইশ।

ভারতে লতা মঙ্গেশকর, আশা ভোসলে, শ্রেয়া ঘোষালদের মতো প্রভাবশালী একক নারী শিল্পীরা জনপ্রিয়তা পেয়েছেন। পাশাপাশি নুরান সিস্টার্সের মতো সংগীত জুটিও পাওয়া গেছে। তবে ভারতীয় পপ গানে নারীদের ব্যান্ড খুব বেশি নেই।

ভারতীয় পপ সংগীতের ইতিহাস সমৃদ্ধ ও পুরোনো। দশকের পর দশক ধরে ভারতে পপ গানের চর্চা রয়েছে। এর মধ্যে নারীদের নিয়ে গঠিত উইশ ব্যান্ড আই পপে নতুন সম্ভাবনা জাগিয়েছে।

জোয়ি সিদ্ধার্থ
ছবি: সনি মিউজিক ইন্ডিয়া

প্রথম গানেই বাজিমাত করেছে রি, সিমদের এই ব্যান্ড। ১ মার্চ নিজস্ব ইউটিউব চ্যানেলে ‘লাজিজ’ শিরোনামে গানের ভিডিও চিত্র প্রকাশ্যে আসার পর রীতিমতো ঝড় উঠেছে। শিল্পীদের গানের সঙ্গে নাচের ছন্দ দর্শকের হৃদয়ে আলোড়ন তুলেছে।

প্রকাশের মাত্র তিন সপ্তাহের ব্যবধানে গানের ভিডিওটি ৪৩ লাখের বেশিবার দেখা হয়েছে, প্রায় ৭ হাজারের মতো মন্তব্য জমা পড়েছে। হিয়োন বেরি নামে এক ভারতীয় দর্শক লিখেছেন, ‘আমি নিয়মিত কে পপ শুনি, অবশেষে আমাদের কোনো পপ গান পেলাম। গানটা অসাধারণ হয়েছে।’

রি দুগ্গল
ছবি: সনি মিউজিক ইন্ডিয়া
আরও পড়ুন

আরেকজন দর্শক লিখেছেন, কে পপের অনেক নতুন ব্যান্ডের চেয়েও ভালো করেছে ‘উইশ’। আই পপকে বলিউড ও ভারতের প্রচলিত পপ গানের বলয় থেকে মুক্ত রাখার পরামর্শও দিয়েছেন দর্শকদের কেউ কেউ।

প্রথম গানেই শ্রোতাদের ইতিবাচক সাড়া পেয়ে আপ্লুত ব্যান্ডের সদস্যরা। জোয়ি বলেন, ‘আমরা শ্রোতাদের জন্য একটা আদর্শ নির্ধারণ করতে চাই, ফলে আমাদের শ্রোতাদের প্রত্যাশাও সীমাহীন। আমরা আই পপে অগ্রণী ভূমিকা রাখতে চাই।’

সিম দুগ্গল
ছবি: সনি মিউজিক ইন্ডিয়া

সনি মিউজিক এন্টারটেইনমেন্টের তত্ত্বাবধানে ব্যান্ডটি গঠন করেছেন সংগীত প্রযোজক মাইকি ম্যাকক্লেরি। এ বছরের ফেব্রুয়ারিতে ব্যান্ডটির আত্মপ্রকাশ ঘটে। মাইকি ম্যাকক্লেরি বলেন, ‘ভারতীয় সংগীত খুব সমৃদ্ধ, তবে ভারতে নারীদের গানের দল নেই বললেই চলে। সেই জায়গা থেকেই দলটি করেছি।’

পশ্চিমের নারীদের ব্যান্ড ‘স্পাইস গার্লস’ ও ‘লিটল মিক্স’–কে আদর্শ মানে ভারতের ‘উইশ’। ব্যান্ডের সদস্যদের অনুসরণ করেন জোয়ি, রি, সিমরা। পাশাপাশি বিটিএসের গানও নিয়মিত শোনেন তাঁরা।

সুচি শিরকে
ছবি: সনি মিউজিক ইন্ডিয়া

আই পপকে ভারত ছাপিয়ে বিশ্বমঞ্চে নিতে চায় ব্যান্ডটি। ব্যান্ডের সদস্য জোয়ি জানান, তাঁরা নারীর ক্ষমতায়ন নিয়ে ইতিবাচক বার্তা ছড়িয়ে বিশ্বসংগীতের শীর্ষে উঠতে চান। পাশাপাশি বিশ্বের নানা প্রান্তে গাইতে চান, নিজেদের প্রস্তুতও করেছেন তাঁরা।

‘উইশ’ ব্যান্ডের সদস্যেরা
ছবি: সনি মিউজিক ইন্ডিয়া