তবু তো গানে ফেরা

১৯৯৮ সালে তাঁর অভিষেক অ্যালবামের টাইটেল ট্র্যাক গেয়ে সংগীত দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন ব্রিটনি
ছবি: সংগৃহীত

গানের মানুষ অথচ গত কয়েক বছর গান নিয়ে খুব কম সময়ই খবরের শিরোনাম হয়েছে ব্রিটনি স্পিয়ার্স। বাবার সঙ্গে অভিভাবকত্ব নিয়ে দীর্ঘ আইনি লড়াই, সেই মামলায় জয়, বাগদান, অতঃপর বিয়ে—সব মিলিয়ে ব্যক্তিগত জীবনে ব্যস্ত সময় পার করেছেন গায়িকা। থিতু হয়ে গানে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন আগেই। গানে ফিরে কথা রাখলেন ব্রিটনি। তা–ও যেনতেন গান নয়, গেয়েছেন তাঁর সেই তুমুল জনপ্রিয় ‘বেবি ওয়ান মোর টাইম’–এর নতুন সংস্করণ।

বেবি ওয়ান মোর টাইম’–এর নতুন সংস্করণ গেয়েছেন ব্রিটনি
ছবি: সংগৃহীত

১৯৯৮ সালে তাঁর অভিষেক অ্যালবামের এই টাইটেল ট্র্যাক গেয়ে সংগীত দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছিলেন ব্রিটনি। এই গান দিয়েই রাতারাতি জনপ্রিয়তা পান ১৭ বছর বয়সী গায়িকা। বিশ্বসংগীতের ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া সিঙ্গেলের একটি ছিল সেটি। আবারও সেই গানটি গেয়ে সংগীতে ফিরতে পেরে আনন্দিত ব্রিটনি নিজেও। গত শুক্রবার এ নিয়ে নিজের ইনস্টাগ্রামে গানটির কাপেলা সংস্করণ গান তিনি। যা তিনি রেকর্ড করেন কাপড় ধোয়ার বিরতিতে।

২০১৬ সালে ব্রিটনির সর্বশেষ অ্যালবাম ‘গ্লোরি’ মুক্তি পায়
ছবি: সংগৃহীত

একটি ভিডিও পোস্ট করে ব্রিটনি লিখেছেন, ‘এটা আমি। গতকাল কাপড়চোপড় ধুয়ে আলাদা করার সময় এটা করেছি।’ খালি গলায় হলেও দীর্ঘ বিরতির পর ভক্তদের সঙ্গে গান শেয়ার করে কতটা আনন্দিত তিনি, সেটা বোঝা যায় তাঁর পরের কথাগুলোতে, ‘আমি অনেকটা সময় ধরে গান শেয়ার করিনি, সম্ভবত অনেক দিন। নিজের বাড়িতেই গেয়েছি, “বেবি”র আলাদা একটি সংস্করণ। এই গানের জন্য বলা হচ্ছিল, ১৪ বছর ধরে আমিও চাইছিলাম।’

ব্রিটনি স্পিয়ার্স
ছবি: এএফপি

অনেক দিন পর প্রিয় গায়িকার গলা শুনে আনন্দিত ভক্তরাও। ব্রিটনির পোস্টের নিচে ভক্তদের ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া যেন তারই প্রমাণ। ২০১৬ সালে ব্রিটনির সর্বশেষ অ্যালবাম ‘গ্লোরি’ মুক্তি পায়।

আরও পড়ুন