সামরিক প্রশিক্ষণে ৪ সদস্য, বিরতিতে বিটিএসের সবাই

বিটিএসের সদস্যেরাছবি: এক্স

কে–পপের সুপারগ্রুপ বিটিএসের আরও চার সদস্য সামরিক প্রশিক্ষণে যোগ দিয়েছেন। এর মধ্য দিয়ে ব্যান্ডটির সাত সদস্যই আপাতত গান থেকে বিরতিতে রয়েছেন। খবর ইয়োনহ্যাপের

গত সোমবার দুই বিটিএস তারকা আরএম ও ভি দক্ষিণ কোরিয়ান সেনাবাহিনীর প্রশিক্ষণে যোগ দেন। পরদিন মঙ্গলবার যোগ দেন জিমিন ও জাংকুক। ১৮ বছরের পর প্রত্যেক সামর্থ্যবান কোরীয় তরুণদের সামরিক প্রশিক্ষণ নিতে হয়। পাঁচ সপ্তাহের প্রাথমিক প্রশিক্ষণ শেষে দেড় বছরের জন্য সামরিক বাহিনীতে দায়িত্ব পালন করতে হয়।
জিমিন, জাংকুকদের দেখতে জাপান, থাইল্যান্ড ও রাশিয়া থেকে বিটিএসের অনুরাগীরা সামরিক প্রশিক্ষণ শিবিরের সামনে ভিড় করেছেন। অনেকে রাস্তার পাশে ব্যানার টাঙিয়েছেন, ব্যানারে লেখা ছিল, ‘আমরা প্রতিদিন জাংকুকের জন্য অপেক্ষায় থাকব’, ‘জিমিন, সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরে এসো’।

বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক জানিয়েছে, ২০২৫ সালের জুনে সামরিক বাহিনী থেকে তাঁদের দায়িত্ব শেষ হবে। বিটিএসের বাকি তিন সদস্যও প্রশিক্ষণে রয়েছেন। ফলে কোনো সদস্যকেই আপাতত গানে পাওয়া যাবে না। দলের সবাই ফেরার পরেই বিটিএসের কার্যক্রম অব্যাহত থাকবে।
গত বছর জুনে একক ক্যারিয়ারে মনোযোগ দিতে জিমিন, জে-হোপরা বিটিএস থেকে সাময়িক বিরতি নেন। এরপর একক গান প্রকাশ করেছেন বিটিএসের সদস্যরা। এবার প্রশিক্ষণে যোগ দিয়ে একক গান থেকেও বিরতিতে গেলেন সবাই।

বিটিএসের প্রথম সদস্য হিসেবে গত বছরের ডিসেম্বরে প্রশিক্ষণে যোগ দেন জিন, পরে জে–হোপ ও সুগাও প্রশিক্ষণ নেন। তাঁদের মধ্যে জিন ও জে–হোপ প্রাথমিক প্রশিক্ষণ শেষে সেনাবাহিনীতে দায়িত্ব পেয়েছেন। সুগা সেনাবাহিনীর বাইরে সোশ্যাল সার্ভিস এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন