কোটি ছাড়াল ৫১ গান

সংগীতশিল্পী ইমরান মাহমুদুলের ৫১টি গানের ভিউ ১ কোটি ছাড়িয়েছে। কোলাজ

ইমরান মাহমুদুলের অর্ধশতাধিক গানের দর্শক ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। ১ কোটি থেকে ১০ কোটি পর্যন্ত ভিউ হয়েছে, এমন ৫১টি গানের তালিকা গত বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন এই সংগীতশিল্পী। এই তালিকায় বিভিন্ন শিল্পীর সঙ্গে দ্বৈত গাওয়া গান আছে ২৯টি। বাকিগুলো তাঁর একক গাওয়া।
কোটি ভিউ হওয়া গানের তালিকায় সর্বশেষ সংযোজন ‘মন জানে’। এটি ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবির গান। দ্বৈত গানটিতে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন কনা।

৫১টি গানের এই তালিকায় সর্বোচ্চ ভিউ হওয়া গান বসগিরি সিনেমার ‘দিল দিল’। বর্তমানে গানটির ভিউ সাড়ে ১০ কোটি ছাড়িয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৯ কোটি ২০ লাখ ভিউ হয়েছে পোড়ামন–২–এর ‘ওহে শ্যাম’ গানটি। দুটি গানই ইমরান ও কনার গাওয়া।
ইমরানের দাবি, এটি বাংলা গানের জন্য নতুন মাইলফলক। তাঁর প্রজন্মের সংগীতশিল্পীদের মধ্যে এত কম সময়ে কোটি ভিউ হওয়া এতগুলো গান দুই বাংলার কোনো গায়কের নেই।

‘বসগিরি’ ছবির দৃশ্য
সংগৃহীত

এই অর্জন নিয়ে গর্বিত ইমরান বলেন, ‘এটি নিঃসন্দেহে বাংলাদেশি হিসেবে আমার জন্য আনন্দের, গর্বের। টানা কোটি ভিউয়ের গান উপহার দেওয়া কঠিন। ধারাবাহিকভাবে এটি অব্যাহত রাখা চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু আমি সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করে গেছি, যাচ্ছি। এটি সম্ভব হয়েছে, হচ্ছে শ্রোতা-দর্শকের গানের প্রতি বিশ্বাস, ভালোবাসা থেকে। শ্রোতা–দর্শক ছাড়াও গানগুলোর সঙ্গে সংশ্লিষ্ট গীতিকার, সুরকার, ভিডিও নির্মাতা, সিনেমার প্রযোজক–পরিচালক, নায়ক–নায়িকা—সবার প্রতি আমি কৃতজ্ঞ।’

ইমরান মাহমুদুল
ছবি: সংগৃহীত

সাত বছর আগেই বাংলা গানে দর্শক ভিউয়ের রেকর্ড গড়েন ইমরান। ২০১৫ সালে তাঁর গাওয়া ‘বলতে বলতে চলতে চলতে’ প্রথম বাংলা গান হিসেবে কোটি ভিউয়ের মাইলফলক ছোঁয়। গানটির সঙ্গে তাঁর আবেগের যোগ আছে জানিয়ে ইমরান বলেন, ‘গানটির রেকর্ডের সঙ্গে আমার আবেগ জড়িয়ে আছে। গানটির বর্তমান ভিউ ৮ কোটি ২০ লাখ। এ ছাড়া বিশ্বসুন্দরী সিনেমার “তুই কি আমার হবি রে” গানটি আমাকে আবেগপ্রবণ করেছে, যার বর্তমান দর্শক ভিউ ৭ কোটি ২০ লাখ। গানটি গেয়ে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল–প্রথম আলো পুরস্কার ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছি।’

২০০৮ সালে চ্যানেল আই সেরাকণ্ঠের মাধ্যমে সংগীতাঙ্গনে পা রাখেন তিনি। এরপর প্রকাশিত হয় তাঁর একাধিক একক ও মিশ্র অ্যালবাম।

ইমরান মাহমুদুল

ইমরান বলেন, ‘সময়ের বিবর্তনে অ্যালবাম সংস্করণ থেকে বের হয়ে ইউটিউব প্ল্যাটফর্মে প্রবেশ করে মিউজিক ইন্ডাস্ট্রি। আমি অত্যন্ত ভাগ্যবান, গান প্রকাশের ধরনে পরিবর্তন এলেও আমার প্রতি শ্রোতা-দর্শকের ভালোবাসা কমেনি। ইউটিউবে প্রকাশিত আমার প্রথম গান (বলতে বলতে চলতে চলতে) অল্প দিনেই রেকর্ড গড়ে কোটি ভিউ পার হয়ে যায়। ৭ বছরের ব্যবধানে ৫১টি গানের দর্শক ভিউ কোটির মাইলফলক স্পর্শ করেছে।’

কোটি ভিউ হওয়া অর্ধশতাধিক গানের মধ্যে ইমরানের পছন্দের গান কোনগুলো? এই সংগীতশিল্পী বলেন, তাঁর নিজের বেশি পছন্দের গান হাতে গোনা, সবচেয়ে বেশি পছন্দ ‘সবাই চলে যাবে’। এর ভিউ প্রায় দেড় কোটি। আরও পছন্দের গান আছে, যেগুলোর কোটি ভিউ হয়নি। এই গায়ক জানান, ‘আমার ইচ্ছে কোথায়’, ‘ক্ষয়’ ও ‘শুধু তোমায় ঘিরে’ তাঁর খুব পছন্দের গান, তবে সেগুলোর কোটি ভিউ হয়নি।

‘বিশ্বসুন্দরী’র একটি দৃশ্যে পরীমনি ও সিয়াম। ছবি: সংগৃহীত

অর্ধশতাধিক গানের কোটি ভিউ নিয়ে গর্বিত হলেও ইমরান মনে করেন, এটি তাঁর জন্য খুব বড় সাফল্য নয়। তাঁর মতে, দর্শক ভিউ গানের মানদণ্ড নির্ণয় করে না। তারপরও সময়ের স্রোতের সঙ্গে থাকা। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলাটাও চ্যালেঞ্জের। ইমরান বলেন, এই ভিউনির্ভর ধারাটাকে জয় করতে পারাটাও একজন শিল্পীর অর্জন। কারণ, এই প্রজন্মের সঙ্গে থেকেই সামনে এগোতে হবে। তাদের অনুপ্রেরণা ভালো ভালো গান করতে উৎসাহ জোগাবে।
আগামী বছরের গান নিয়ে পরিকল্পনা শুরু করেছেন এই সংগীতশিল্পী। তিনি বলেন, ‘আমি সব সময়ই একটা পরিকল্পনার মধ্যে থেকে গান করি। আগামী বছর বিশেষ দিনগুলোতে চারটি গানের অডিও, ভিডিও করার ইচ্ছা আছে। আসিফ আকবর ও হাবিব ওয়াহিদের সঙ্গে করা দুটি গানের ভিডিওর প্রস্তুতি নিচ্ছি। এ ছাড়া এর মধ্যে অনেকগুলো সিনেমার গান করেছি। নতুন বছরে সেগুলো প্রকাশিত হবে।’