টরন্টোয় প্রীতম, মিলা ও মিনারকে নিয়ে ‘বং বিটস ব্যাশ’
টরন্টোর সাংস্কৃতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে ‘মিক্সটেপ’। আগামীকাল শনিবার ৫ জুলাই টরন্টোর স্কারবরো গ্লোবাল কিংডম অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে ‘বং বিটস ব্যাশ’ শিরোনামে একটি বিশেষ কনসার্ট। সেখানে একসঙ্গে পারফর্ম করবেন বাংলা গানের তিন জনপ্রিয় শিল্পী প্রীতম হাসান, মিলা ও মিনার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
আয়োজকদের ভাষ্যে, তিন শিল্পীর এই সমন্বয় বাংলা সংগীতের ভিন্ন ভিন্ন ধারা ও আবেগের মেলবন্ধন ঘটাবে।
থাকবে এক্সপেরিমেন্টাল সুর, শক্তিশালী আবেগ আর নতুনত্বের ছোঁয়া, যা প্রবাসী বাঙালি দর্শক-শ্রোতাদের জন্য হবে ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। এ ছাড়া টরন্টোর স্থানীয় ব্যান্ড ‘শূর’ও পারফর্ম করবে এই আয়োজনে। শূরের পরিবেশনা বাঙালি সংগীতকে নতুনভাবে তুলে ধরবে প্রবাসের মাটিতে।
আয়োজকদের দাবি, উত্তর আমেরিকার অন্যতম বড় সাংস্কৃতিক কেন্দ্রে পরিণত হওয়া টরন্টোয় এখন বাংলাদেশি সংস্কৃতির উজ্জ্বল প্রতিনিধিত্ব করছে ‘মিক্সটেপ’। মিক্সটেপের মতো আয়োজনে বাংলাদেশের সংগীত ও সংস্কৃতি ছড়িয়ে পড়ছে আন্তর্জাতিক পরিসরেও।