কেটি পেরির সংসার কি ভেঙেই গেল

কেটি পেরিরয়টার্স

মার্কিন গায়িকা কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুমের সম্পর্ক ভেঙে গেছে। দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের বরাতে খবরটি প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম ইউএস উইকলি। তবে কেটি বা অরল্যান্ডো পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ইউএস উইকলি জানিয়েছে, কয়েক সপ্তাহের গুঞ্জনের পর অবশেষে আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টেনেছেন কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম। ‘কেটি ও অরল্যান্ডো এখন আলাদা, তবে সম্পর্কটা বন্ধুত্বপূর্ণভাবেই শেষ হয়েছে।’

সূত্রটি আরও জানায়, কয়েক মাস ধরেই তাঁদের মধ্যে টানাপোড়েন চলছিল এবং এই বিচ্ছেদ আসলে সময়ের ব্যাপার ছিল। কেটি বর্তমানে তাঁর ট্যুরে ব্যস্ত সময় কাটিয়ে বিষয়টি ভুলে থাকার চেষ্টা করছেন। জানা গেছে, কেটি ট্যুরে থাকায় তাঁরা দুই তারকা অনেক দিন ধরেই আলাদা থাকছেন।

বিচ্ছেদের খবরটি এসেছে ঠিক সেই সময়, যখন দুদিন আগেই অস্ট্রেলিয়ায় কেটির কনসার্টে হঠাৎ উপস্থিত হন ব্লুম।

কেটি পেরি ও অরল্যান্ডো ব্লুম
রয়টার্স

ডেইলি মেইলের প্রকাশিত ছবিতে সেই কনসার্টে তাঁদের পাঁচ বছরের মেয়ে ডেইজি ডাভকেও দেখা যায়। দ্য সান জানিয়েছে, এই সফরে তাঁরা নিজেদের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন।

২০১৬ সালে গোল্ডেন গ্লোবসের পার্টিতে তাঁদের প্রথম দেখা হয়। এরপর তাঁদের সম্পর্কের শুরু। ২০১৭ সালে একবার বিচ্ছেদ হলেও পরে আবার সম্পর্ক জোড়া লাগে। ২০১৯ সালে তাঁরা বাগ্‌দান সম্পন্ন করেন। ২০২০ সালে জন্ম নেয় তাঁদের কন্যা ডেইজি, যার খবর তাঁরা ইউনিসেফের ইনস্টাগ্রাম পেজে প্রকাশ করেছিলেন।

আরও পড়ুন

পিপলডটকম জানিয়েছে, নিজের সবশেষ অ্যালবামের বাণিজ্যিক ব্যর্থতা এবং কনসার্ট থেকে আশানুরূপ সাড়া না পেয়ে প্রচণ্ড মানসিক চাপে ছিলেন কেটি। অরল্যান্ডের সঙ্গে চলতে থাকা খারাপ সম্পর্ক এই বিচ্ছেদের সিদ্ধান্তকে আরও ত্বরান্বিত করেছে।