‘সংগীতের পথচলায় এমনটা আগে কখনো ঘটেনি’

আসিফ ইকবালছবি : মাসুম আলী

প্রায় ৪০ বছর ধরে গান লিখছেন আসিফ ইকবাল। কখনো প্রশংসা পেয়েছেন, আবার কখনো তাঁর লেখা গান সুপারহিট হয়েছে। তবে ২০২৩ সালটা তাঁর জীবনে অন্যভাবে ধরা দিয়েছে। পরপর সফলতা। দুটি ছবিতে তাঁর লেখা গান যেমন আলোচিত হয়েছে, তেমনি প্রশংসিতও হয়েছে।

‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি প্রকাশের পর টানা দুই মাস গ্লোবাল মিউজিক ভিডিও বিভাগে সেরা ১০০ গানের তালিকায় ছিল। প্রহেলিকা ছবির ‘মেঘের নৌকা’ গানটিও কয়েক মাসে দেশ-বিদেশে ছড়িয়ে পড়েছে। ইউটিউব, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রামে দুটি গানের অসংখ্য কাভার হয়েছে।

আকাশ সেনের সুরে ‘ও প্রিয়তমা’ গানটি গেয়েছেন বালাম ও কোনাল; পর্দায় ছিলেন শাকিব খান ও ইধিকা পাল। আর ইমরানের সুরে কোনাল ও ইমরানের গাওয়া ‘মেঘের নৌকা’ গানে পর্দায় ছিলেন বুবলী ও মাহফুজ আহমেদ। গানের কথায় উপমা ও কাব্যময়তার জন্য গীতিকবি আসিফ ইকবাল প্রশংসিত হচ্ছেন।

পেশায় আসিফ ইকবাল বাণিজ্যিক প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্তা হলেও গান লেখাটা তাঁর একান্তই ভালোবাসা। সেই ভালোবাসার দীর্ঘ পথচলায় তিনি গান লিখেছেন আইয়ুব বাচ্চু, জেমস, নকীব খান, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, কুমার বিশ্বজিৎ, শুভ্র দেব, সুমনা হকের মতো শিল্পীদের জন্য। তরুণ শিল্পীদের জন্যও তিনি লিখেছেন। অডিওতে তাঁর লেখা গানের সংখ্যা যতটা, চলচ্চিত্রে ঠিক তার উল্টো। একেবারে হাতে গোনা।

‘ও প্রিয়তমা’ গানটিতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল
ছবি : বালামের ফেসবুক

২০১৭ সালের দিকে এসে তিনি প্রথম চলচ্চিত্রের জন্য গান লিখেন। ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’র আগে তাঁর লেখা গানগুলো ব্যবহৃত হয় ‘যদি একদিন’, ‘ভয়ংকর সুন্দর’, ‘ঢাকা অ্যাটাক’ ও ‘ইউটার্ন’ সিনেমায়। এসব ছবিতে আসিফ ইকবালের লেখা গানগুলো এতটা প্রশংসিত ও আলোচিত হয়নি, যেমনটা ‘প্রিয়তমা’ ও ‘প্রহেলিকা’র ক্ষেত্রে ঘটেছে। আসিফ ইকবাল বললেন, এই দুই ছবির গানের ক্ষেত্রে টিমওয়ার্ক অনেক বেশি কাজ করেছে।

আসিফ ইকবাল
ছবি : আসিফ ইকবালের সৌজন্যে

১৯৮৪ সালে আসিফ ইকবালের লেখা প্রথম গানটি গেয়েছে চট্টগ্রামের বন্ধন শিল্পীগোষ্ঠী, তখন বিটিভিতে প্রচারিত হয়। ক্যাসেটে তাঁর লেখা প্রথম গান গেয়েছিলেন সামিনা চৌধুরী। ‘একদিন মায়ার পৃথিবী ছেড়ে, চলে যাব দূরে কোথাও, যার ঠিকানা জানি না’—এমন কথার গানে সুর করেন আবিদ হোসেন। আসিফ ইকবালের লেখা জনপ্রিয় গানের মধ্যে আছে আর্ক ব্যান্ডের ‘এই দূর পরবাসে তারা গুনে আকাশে আকাশে’, ব্যান্ড রেনেসাঁর ‘তুমি কি আজ বন্ধু’ এবং ‘বেঁচে থাকা নিয়ে যাদের যুদ্ধ’, আইয়ুব বাচ্চুর ‘ভাঙা মন নিয়ে আর কেঁদো না’, জেমসের ‘অনন্যা’ এবং ‘ওই দূর পাহাড়ে’, ফাহমিদা ও সামিনার ‘আমার সকল সুখে বুবু’,  রিয়্যালিটি শো ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশের শীর্ষ সংগীত ‘যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে’ এবং রাশেদের ‘ওই আকাশের তারায় তারায়’ এবং মাহাদীর ‘সুনীল বরুণা’। হাল আমলে অদিত এবং প্রীতম হাসানও তাঁর প্রতিষ্ঠান গানচিল দিয়ে আলোচনায় আসেন। তবে ২০২৩ সালের ঈদে দুটি ছবিতে গান লিখে বাজিমাত করা আসিফ ইকবাল একবাক্যে স্বীকার করলেন, সংগীতের পথচলায় এমনটা আগে কখনো ঘটেনি।

‘প্রিয়তমা’ সিনেমায় শাকিব খান ও ইধিকা পাল
ছবি : পরিচালকের সৌজন্য

এমন সাফল্যে খানিকটা চিন্তিতও আসিফ ইকবাল। গতকাল সোমবার সকালে প্রথম আলোকে বললেন, ‘প্রতিনিয়ত ভাবছি, আমি যে এতটুকু পেলাম, এটার প্রতিদান দিতে পারব তো? এ রকম তো আগে কখনোই পাইনি। এবার অতীতের সবকিছুকে ছাপিয়ে গেছে। এসব আমাকে উৎকণ্ঠায় ফেলে দিচ্ছে। তাই তো সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করে একটা প্রার্থনার গান করছি। কিশোর সুর করেছে। দুটি ভার্সনে শোয়েব-কিশোর এবং ডলি সায়ন্তিনী-কোনাল গাইবে। আমার বিশ্বাস, এই গানটা নতুন বৈচিত্র্য দিতে পারবে।’

কথায়–কথায় আসিফ ইকবাল জানিয়ে রাখলেন, চলচ্চিত্রে প্রথমবার বালাম, কোনাল ও ইমরানের সঙ্গে কাজ হয়েছে তাঁর। একই সঙ্গে শাকিব খানের সঙ্গেও প্রথম কাজ হলো। এতগুলো প্রথমের সমন্বয়টা দারুণভাবে উজ্জ্বলতা ছড়াল।

আসিফ ইকবাল
ছবি : প্রথম আলো

গানগুলো এত আলোচনায় আসার কারণ কী, এমন প্রশ্ন করতেই আসিফ ইকবাল বললেন, ‘“প্রিয়তমা” ও “প্রহেলিকা”র গানগুলোর ক্ষেত্রে যেটা ভিন্নভাবে হয়েছে, সেটা হচ্ছে পুরোপুরি টিমওয়ার্ক। এমনকি সঠিক উপকরণ এই গানগুলোতে ছিল। অনেক সময় অনেক গান করি, যেখানে তা থাকে না। উদাহরণ দিলে বলতে হয়, “ও প্রিয়তমা” এত দূর পৌঁছানোর জন্য শাকিব খানের রয়েছে বিরাট অবদান। বালাম-কোনালের অবদান আছে। পরিচালক হিমেল আশরাফ, সিনেমাটোগ্রাফারের অবদান আছে। আমি মনে করি, গান একটা একটা যূথবদ্ধ কলা। প্রতিটি জায়গা যদি ঠিক ঠিক কাজ না করে, তাহলে সে গান এত বেশি মানুষের কাছে পৌঁছায় না। “ও প্রিয়তমা”র ক্ষেত্রে জানা ছিল যে গানটা কিছু একটা হবে। গানটা ভালো জায়গায় যাবে। কিন্তু এতটা ব্লাস্ট হবে, সেটা কখনো ভাবিনি। “প্রহেলিকা”র ‘মেঘের নৌকা’ গানের ক্ষেত্রে আমাদের চেষ্টা করতে হয়েছে। পরিশ্রম করতে হয়েছে। পরিচালক ও শিল্পীদের পরিশ্রম করতে হয়েছে।’

‘মেঘের নৌকা’ গানের দৃশ্যে শবনম বুবলী ও মাহফুজ আহমেদ
ছবি : পরিচালকের সৌজন্যে

দুই মাস আগে ‘প্রিয়তমা’ ছবির ‘ও প্রিয়তমা’ গানটি দুটি অফিশিয়াল ইউটিউবে প্রকাশিত হয়। গতকাল সোমবার দুপুর পর্যন্ত এই গানের ভিউ ৯৫ মিলিয়ন পার করেছে। আর ‘প্রহেলিকা’ ছবির ‘মেঘের নৌকা’ গানটি তিনটি অফিশিয়াল ইউটিউব প্ল্যাটফর্মে প্রকাশিত হয়েছে। এই গানের ইউটিউব ভিউ সাড়ে ১৮ মিলিয়নের বেশি। ‘প্রহেলিকা’য় আসিফ ইকবালের লেখা কিশোরের সুরে ‘হৃদয় দিয়ে’ শিরোনামের সেমিক্ল্যাসিক্যাল ধাঁচের গানটিও প্রশংসিত হয়েছে।