যে রেকর্ড গড়ল ‘ব্ল্যাকপিঙ্ক’

‘ব্ল্যাকপিঙ্ক’এখন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নারীদের ব্যান্ড—এটি যেন অলিখিত সত্য
টুইটার

অভিষেক হয় ২০১৬ সালের ৮ আগস্ট। এই সময়ের মধ্যেই বহুভাষী পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা পেরিয়ে তাঁরা যুক্ত হচ্ছেন নানা দেশের নানা বয়সের ভক্তদের সঙ্গে। জিসো, জেনি, রোজ আর লিসাদের শক্তিশালী ভক্তবাহিনী সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। ‘ব্ল্যাকপিঙ্ক’এখন দুনিয়ার সবচেয়ে শক্তিশালী নারীদের ব্যান্ড—এটি যেন অলিখিত সত্য। এবার ব্যান্ডটির মুকুটে যুক্ত হলো নতুন পালক।

২০২২ সালে টাইম সাময়িকীর ‘ইন্টারটেইনার অব দ্য ইয়ার’ হয়েছে ‘ব্ল্যাকপিঙ্ক’
টুইটার

২০২২ সালে টাইম সাময়িকীর ‘ইন্টারটেইনার অব দ্য ইয়ার’ হয়েছে ‘ব্ল্যাকপিঙ্ক’। বিটিএসের পর দ্বিতীয় কোরীয় ব্যান্ড হিসেবে এ স্বীকৃতি পেল তারা। বিটিএস ২০২০ সালে টাইম সাময়িকীর ‘ইন্টারটেইনার অব দ্য ইয়ার’ হয়েছিল। তবে একটি দিক থেকে ব্যতিক্রম ‘ব্ল্যাকপিঙ্ক’। ইতিহাসে তারা প্রথম নারী ব্যান্ড, যারা এই স্বীকৃতি পেল।
চলতি বছর সব ধরনের আন্তর্জাতিক টপচার্টে, বলা যায় রাজত্ব করেছে ব্যান্ডটি। ফলে এ ধরনের স্বীকৃতি অনেকটা অনুমিতই ছিল।

টাইম সাময়িকীর ‘ইন্টারটেইনার অব দ্য ইয়ার’ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় ব্যান্ডের পক্ষ থেকে বলা হয়েছে, ‘যখন আমরা গান তৈরি করি, তখন আমরা সবচেয়ে ভালো থাকি। ধারাবাহিকভাবে এই ভালো থাকাই সব সময়ের জন্য আনন্দ মুহূর্ত নিয়ে আসে।’
এমন স্বীকৃতির জন্য ব্যান্ডটি ভক্তদের ধন্যবাদ জানিয়ে আরও বলে, ‘আমরা বিশ্বাস করি, ভক্তরাই আমাদের শক্তি। যাঁরা সব সময়ই ভালোবাসা ও সহযোগিতা দিয়ে আসছেন, যা আমাদের অর্জনের মূল কারণ। হৃদয়ে তাঁদের প্রেরণা ধারণ করে আমরা সব সময়ই ভালো করার চেষ্টা করব।’

আরও পড়ুন

২০২০ সালে ‘ব্ল্যাকপিঙ্ক’-এর প্রথম এলপি ‘দ্য অ্যালবাম’ মুক্তির পর এক মাসের কম সময়ে ১০ লাখের বেশি কপি বিক্রি হয়।

আরও পড়ুন
আরও পড়ুন