ব্ল্যাকপিঙ্কের নতুন গান আসছে কবে
প্রায় দুই বছর আট মাস পর নতুন গান নিয়ে ফিরছে কে–পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। ব্যান্ডটির নতুন গান ‘জাম্প’ মুক্তি পাচ্ছে আগামী শুক্রবার। খবরটি নিশ্চিত করেছে ব্যান্ডের এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট।
এর আগে গতকাল মঙ্গলবার গানের ভিডিও চিত্রের ভিডিওর টিজার প্রকাশিত হয়েছে। ভিডিও চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা ডেভ মেয়ার্স।
টিজারে দেখা গেছে, আলোঝলমলে শহরের এক সুউচ্চ বিলবোর্ডে রোজে, লিসা, জেনি ও জিসুর দেখা মিলেছে। এরপর গানের তালে ক্যামেরা এগিয়ে যায় আরেকটি দেয়ালে আঁকা গ্রাফিতির দিকে। গ্রাফিতিতে ব্ল্যাকপিঙ্কের চার সদস্যকে দেখা গেছে। টিজারের শেষ ভাগে রোজেকে ক্যামেরার দিকে তাকাতে দেখা গেছে। এরপরই শেষ হয় টিজার।
‘জাম্প’ গানটি এরই মধ্যে ব্ল্যাকপিঙ্কের ভক্তরা একবার শুনে ফেলেছেন। গত সপ্তাহের শেষে দক্ষিণ কোরিয়ার গয়াং স্পোর্টস কমপ্লেক্স মেইন স্টেডিয়ামে ‘ডেডলাইন’ ওয়ার্ল্ড ট্যুর কনসার্টে গানটি প্রথমবারের মতো পরিবেশন করে ব্ল্যাকপিঙ্ক।
এই কনসার্টের মধ্য দিয়ে ‘ডেডলাইন’ ট্যুর শুরু করেছে ব্ল্যাকপিঙ্ক। লস অ্যাঞ্জেলেস, নিউইয়র্ক, টরন্টো, প্যারিস, লন্ডনসহ ১৬টি শহরে মোট ৩১টি কনসার্টে গাইবেন জেনি, লিসারা।