সাব্রিনা, চার্লি, জংকুকের নতুন গানগুলো শুনেছেন?
এই সপ্তাহে সাব্রিনা কার্পেন্টার, চার্লি এক্সসিএক্স, জংকুকের মতো বিশ্বসংগীত তারকারা নতুন গান প্রকাশ করেছেন। খবর বিলবোর্ডের
প্লিজ প্লিজ প্লিজ, সাব্রিনা কার্পেন্টার
‘এসপ্রেসো’ গান প্রকাশ করে বিশ্বসংগীতে রীতিমতো ঝড় তুলেছেন যুক্তরাষ্ট্রের তারকা গায়িকা ও অভিনেত্রী সাব্রিনা কার্পেন্টার। সাব্রিনার ষষ্ঠ স্টুডিও অ্যালবাম শর্ট অ্যান্ড সুইট-এর শীর্ষ সংগীতটি প্রকাশিত ১১ এপ্রিল। গানটি নিয়ে উন্মাদনার মধ্যে ৬ জুন অ্যালবামের দ্বিতীয় গান ‘প্লিজ প্লিজ প্লিজ’ প্রকাশ করেছেন সাব্রিনা।
ব্র্যাট, চার্লি এক্সসিএক্স
এই সপ্তাহে নিজের ষষ্ঠ স্টুডিও অ্যালবাম ব্র্যাট নিয়ে এলেন যুক্তরাজ্যের গায়িকা চার্লি এক্সসিএক্স। ৭ জুন প্রকাশিত এই অ্যালবামে ‘টক টক’, ‘ক্লাব ক্ল্যাসিকস’, ‘সো আই’সহ মোট ১৫টি গান রয়েছে। চার্লির শেষ অ্যালবাম ‘ক্রাশ’ প্রকাশিত হয়েছিল ২০২২ সালে।
নেভার লেট গো, জংকুক
বিটিএস তারকা জংকুকের একক গান ‘নেভার লেট গো’ প্রকাশ্যে এসেছে ৭ জুন। গানটি বিটিএসের অনুরাগীদের উৎসর্গ করা হয়েছে বলে জানিয়েছে হাইব। এর আগে ২০২৩ সালে জংকুকের প্রথম একক অ্যালবাম ‘গোল্ডেন’ প্রকাশ করা হয়। এটি বিলবোর্ডের সেরা ২০০ অ্যালবামের তালিকার দ্বিতীয় অবস্থানে ছিল।
ক্লোজ টু ইউ, গ্রেসি আব্রামস
সাত বছর আগে ‘ক্লোজ টু ইউ’ গানের অংশবিশেষ ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন যুক্তরাষ্ট্রে গায়িকা গ্রেসি আব্রামস। রাতারাতি সেটি শ্রোতাদের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। ‘দ্য সিক্রেট অব আস’ অ্যালবামে সেই গান পুরোটাই প্রকাশ করলেন তিনি, ৭ জুন গানটি প্রকাশের পর রীতিমতো আলোড়ন তুলেছে।