ঢাকায় গাইতে না পেরে আক্ষেপ, যা বললেন সেই পাকিস্তানি গায়ক
‘মেলোডি আনলিশড’ শিরোনামের কনসার্টে অংশ নিতে বৃহস্পতিবার রাতে ঢাকায় আসেন পাকিস্তানি শিল্পী মুস্তাফা জাহিদ। এদিন রাতেই বনানীর এক প্যাডে প্র্যাকটিস সেশনও সারেন। শুক্রবার ভেন্যুতে যাওয়ার জন্য যখন প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই জানতে পারেন কনসার্টটি স্থগিত হয়েছে। বিষয়টি গায়ককে শুধু অবাকই করেনি, এমন আচরণে হতাশ হয়েছেন তিনি। শুক্রবার রাতে এক ফেসবুক পোস্টে পাকিস্তানের এ শিল্পী জানিয়েছেন, আয়োজক মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশনের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গের পরও শ্রোতাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে তিনি বাংলাদেশে এসেছিলেন।
শুক্রবার রাতে ফেসবুক পোস্টে মুস্তাফা জাহিদ লিখেছেন, ‘একটু আগেই আয়োজকদের কাছ থেকে জানতে পারি, নিরাপত্তা উদ্বেগের কারণে আজ রাতের (শুক্রবার) কনসার্টটি বাতিল করা হয়েছে। আমরা বৃহস্পতিবার রাতে ঢাকায় নেমে প্র্যাকটিস করেছি, শ্রোতাদের একটি অসাধারণ রাত উপহার দিতে ঢাকার শিল্পীদের সঙ্গে আমরা অনেক সময় পর্যন্ত রিহার্সাল করেছি।’
এই শিল্পী আরও লিখেছেন, ‘আয়োজকদের পক্ষ থেকে একাধিকবার প্রতিশ্রুতি ভঙ্গের পরও আমরা এখানে এসেছি শুধু আপনাদের ভালোবাসার প্রতি সম্মান জানাতে, আপনাদের মুখে হাসি ফোটাতে। কিন্তু এই কনসার্ট বাতিলের সিদ্ধান্তটি একেবারেই আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল। আমরা হতাশ ও কষ্ট পেয়েছি।’
ভক্তদের উদ্দেশে দুঃখ প্রকাশ করে মুস্তাফা জাহিদ লিখেছেন, ‘ঢাকা, আমরা এসেছিলাম তোমাদের জন্য। আমরা প্রস্তুত ছিলাম। খুব শিগগিরই হয়তো আরও ভালোভাবে তোমাদের সঙ্গে দেখা হবে।’
কনসার্টে আরও অংশ নেওয়ার কথা ছিল ঢাকার সংগীতশিল্পী এ কে রাহুল, ব্যান্ড লেভেল ফাইভ ও এনকোরের। ঢাকার শিল্পীদের সঙ্গে যোগাযোগ বন্ধ রেখেছে আয়োজক মেলোডি অ্যান্ড মাইন্ড কমিউনিকেশন।
এ কে রাহুল শুক্রবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘এটা দেশের শিল্পীসমাজের জন্য লজ্জার। একজন বিদেশি অতিথি এসেছেন, গতকাল প্র্যাকটিসও করেছেন। কনসার্টের পূর্বমুহূর্তে যদি কারও সঙ্গে কোনো যোগাযোগ না করে এমন একটা সিদ্ধান্ত নেওয়া হয়, তবে তা খুবই হতাশাজনক।’
উল্লেখ্য, ‘রক্সেন’ ব্যান্ডের ভোকাল হিসেবে সংগীত ক্যারিয়ার শুরু মুস্তাফা জাহিদের। ২০০৭ সালে বলিউডের ‘আওয়ারাপান’ সিনেমায় ‘তো ফির আও’ ও ‘তেরা মেরা রিশতা’ গান গেয়ে ভারতেও জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এরপর ‘রানওয়ে’, ‘ব্লাড মানি’, ‘মার্ডার থ্রি’, ‘আশিকি টু’, ‘হিরোপান্তি’সহ বেশ কিছু বলিউড সিনেমায় প্লেব্যাক করেছেন মুস্তাফা জাহিদ।