‘আকাশেতে লক্ষ তারা ২.০’ কীভাবে তৈরি হলো?
মিলা ইসলাম : আমি গানের মানুষ, গানের জন্য ডাকলেই ছুটে যাই। সব সময় ভালো ভালো গান গাওয়ার অপেক্ষায় থাকি। এবার হঠাৎ করে দারুণ একটি গানের অংশ হলাম। সংগীত পরিচালক (শওকত আলী) ইমন ভাই এই গানের জন্য আমাকে ভেবেছেন, এ কারণে তাঁর প্রতি কৃতজ্ঞতা। তাঁর সৃষ্টির আলাদা একটা বৈশিষ্ট্য আছে। যখনই তাঁর সুরে গান গাওয়ার সুযোগ হয়েছে, দ্বিতীয়বার ভাবিনি। তাই এবারও যখন প্লে-ব্যাকের জন্য প্রস্তাব এসেছিল, একমুহূর্তও দেরি করিনি। বেশ আনন্দ নিয়েই গানটি গেয়েছি। ভক্তরা আমার কণ্ঠে যে ধরনের গান শোনার অপেক্ষায় ছিলেন, সবার উৎসাহে তেমনই একটি গান। এমন একটি গানের অংশ হতে পেরে ভীষণ ভালো লেগেছে। আমি এখন আগের চেয়ে গান নিয়ে সিরিয়াস, তেমনই একটা সময়ে এই গান আমাকে ভীষণ রকম উদ্দীপ্ত করল।
শ্রোতা বা ভক্তদের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন?
মিলা ইসলাম : কেউ বলছেন, আমার দারুণ একটা কামব্যাক হলো। সংগীতাঙ্গনের জুনিয়র-সিনিয়র অনেকের কাছ থেকেও প্রশংসা পাচ্ছি। কেউ ফোন করে ভালো লাগার কথা জানাচ্ছেন, কেউবা ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে। সবার এমন ভালোবাসায় আমি আপ্লুত। গত সোমবার ঝালকাঠিতে একটা স্টেজ শো করতে গিয়েছিলাম। সেখানেও দর্শক-শ্রোতারা আমার সঙ্গে ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গেয়েছে। বুঝতে বাকি রইল না, গানটি সবার প্রিয় হয়ে উঠছে। কেউ কেউ এমনও বলছে, ২০০৮ সালের মিলাকে খুঁজে পেয়েছি।
সম্ভবত ঈদের কোনো চলচ্চিত্রে আপনার গাওয়া প্রথম কোনো গান প্রকাশিত হয়েছে...
মিলা ইসলাম : দুই দশক আমার গানের জীবন। এ সময়ে আমি অডিও মাধ্যমে সবচেয়ে কাজ করেছি। হাতে গোনা কয়েকটি সিনেমায়ও গান গেয়েছি। সিনেমায় যে কয়টা গান গেয়েছি, বেশ সাড়া পেয়েছি। সিনেমার গানে আরও নিয়মিত হতে চাই।
প্রথম আলো :
গানটি এর আগে রিজিয়া পারভীনের কণ্ঠে শ্রোতারা প্রথম শুনেছেন। জনপ্রিয় গানটি নতুনভাবে গাওয়ার সময় চ্যালেঞ্জ অনুভব করেছেন?
মিলা ইসলাম : রিজিয়া আপার গাওয়া গানটি বেশ জনপ্রিয়। সবাই তার গাওয়া ‘আকাশেতে লক্ষ তারা’ লাইনটার সঙ্গে বেশ পরিচিত। সে গানটির জনপ্রিয়তা ছাড়িয়ে যাওয়া সম্ভব না। কিন্তু আমি আমার মতো করে চেষ্টা করেছি। সংগীত পরিচালকের নির্দেশনা মেনে গানটি গাওয়ার চেষ্টা করেছি। শ্রোতারাও আমার মতো করে গাওয়া গানটিকে গ্রহণ করেছে।
সামনে কোনো নতুন অ্যালবাম বা সিঙ্গেল আসছে কি?
মিলা ইসলাম : আমার বেশ কয়েকটি গান তৈরি করা আছে। পর্যায়ক্রমে প্রকাশ করব। অ্যালবাম নয়, এখন তো সিঙ্গেল বেশি প্রকাশিত হয়—আমিও সেই পথে আছি। যদি কখনো মনে হয়, অ্যালবামও প্রকাশ করব।
ঈদ কেমন কাটল?
মিলা ইসলাম : এবারের ঈদ অন্য রকম কাটল। কয়েকটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। দারুণ আড্ডা ও মজায় কেটেছে সেসব অনুষ্ঠান। ঈদে প্রকাশিত নতুন গানের জন্য অনেকে শুভকামনা জানিয়েছেন। তা ছাড়া পুরোটা সময় পরিবারের সঙ্গে কাটিয়েছি। মা-বাবা আর শ্রোতাদের নতুন গান উপহারের মধ্য দিয়ে ঈদটা আমার জন্য খুবই সুন্দর হয়ে ওঠে।