ফুটবল নিয়ে আসিফ আকবরের গান

‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’–এর থিম সং গাইলেন আসিফ
ছবি : প্রথম আলো

ক্রিকেট নিয়ে গায়ক আসিফ আকবরের গাওয়া ‘শাবাশ বাংলাদেশ’ গানটির বেশ সাড়া পড়েছিল। ১৮ বছর আগে গাওয়া গানটি এখনো দেশের আনাচকানাচে বাজতে শোনা যায়। জনপ্রিয় এই গায়ক এবার গানে গানে ফুটবলের কথা বলবেন। ‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০২৩’–এর থিম সং গাইলেন তিনি। সম্প্রতি ঢাকার একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে।

আরও পড়ুন

আসিফ আকবর জানালেন, গানটি ভিন্ন আবেদনের। গানটি তৈরি হয়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফুটবলপ্রেমী তরুণ-তরুণীদের কথা মাথায় রেখে। তবে আসিফ মনে করছেন, একসময় গানটি সারা দেশের মানুষের ফুটবলের গান হয়ে উঠবে।

আসিফ বললেন, ‘আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলের এই আয়োজনে তারুণ্যের কথা বলা হয়েছে। ফুটবল যে সর্বজনীন, সেই ব্যাপারও উঠে এসেছে। আমার ভালো লেগেছে, সুরের জন্য ইবরার টিপুকে নির্বাচন করার বিষয়টিকে। “শাবাশ বাংলাদেশ” গানের যে মাইলস্টোন তিনি তৈরি করেছেন, এটাতেও সেই ফ্যান্টাস্টিক ব্যাপারটা উঠে এসেছে। আর আমার তো মনে হয়েছে, এই গানটা আমার জন্যই তৈরি হয়েছে।’

কথায়–কথায় আসিফ বললেন, ‘যদিও এটা তরুণ দলের জন্য করা; কারণ, তরুণেরাই তো খেলে, কিন্তু গাওয়ার পর মনে হয়েছে, ফুটবল নিয়ে প্রথম আলো যে পরিকল্পনায় এগোচ্ছে, একটা সময় এই গানটাও অন্য পর্যায়ে চলে যাবে। বাংলাদেশে ফুটবল নিয়ে গান সেই অর্থে অতটা হয়নি। আমি যেমন নিজের ইউটিউবের জন্য করেছিলাম।

আসিফ আকবর
ফাইল ছবি

কিন্তু প্রথম আলোর ব্যাপ্তিটা তো আরও ব্যাপক হবে। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারাই অংশগ্রহণ করুক না কেন, গানটার একটা দারুণ রিপ্রেজেন্টেশন থাকবে। আর ফুটবলের এই উন্মাদনা গানে গানে সারা দেশে ছড়িয়ে যাবে। ভবিষতে এটার ব্যাপ্তি এমন হবে যে গানটি পুরো বাংলাদেশি ফুটবলের থিম সং হয়ে উঠবে।’

‘ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’-এ ঢাকার ২০টি, চট্টগ্রামের ৮টি এবং কুমিল্লার ৪টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় অংশ নেবে। ‘গোল গোল গোল গোল, গ্যালারিতে শোরগোল/ গোল গোল গোল গোল/ পায়ে পায়ে ছুটছে তরুণ দল/ জয় জয় জয় জয়ধ্বনি ফুটবল ফুটবল’—এমন কথার গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইবরার টিপু।

মোফাসসাল আল আলিফের কোরিওগ্রাফিতে গানটির ফ্লাশমবের ভিডিও চিত্রে নৃত্যশিল্পীরা অংশ নিয়েছেন। আশিক ইব্রাহিমের পরিচালনায় ভিডিও চিত্রটি শিগগিরই প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফ্লাশমব বানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজেদের দলকে সমর্থন জানাবেন।

স্টুডিওতে আসিফ আকবর
প্রথম আলো