আজ ঘরে বসে গান শোনাবেন মুহিন

মুহিন খান। ছবি: সংগৃহীত
মুহিন খান। ছবি: সংগৃহীত

ঘরে বসে গান শোনাবেন মুহিন খান। নিজেই বাজাবেন গিটার। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ তিনি গাইবেন চারটি বাংলা গান। আজ রাত ১০টা ৩০ মিনিটে প্রথম আলোর ফেসবুক পেজে তাঁর গান উপভোগ করা যাবে।

করোনা মহামারিতে বিশ্বব্যাপী ঘরের ভেতর দিন কাটাচ্ছেন মানুষ। তাঁদের বিষণ্নতা দূর করতে পারে ভালো গান। এ উদ্দেশ্যে প্রথম আলো আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠান ‘ঘরে বসে শোনাব গান’। নিজ নিজ ঘরে বসে গান গেয়ে শ্রোতাদের মন ভালো করছেন বাংলাদেশের শিল্পীরা। মুহিন আজ শোনাবেন ‘যে মাটির বুকে’, ‘আমার এ দুটি চোখ’, ‘কলিজায় লাগেরে’ ও ‘আসবে বিজয়’। ‘আসবে বিজয়’ গানটি জামাল হোসেনের লেখা, সুর ও সংগীতায়োজন করেছেন মুহিন। ‘কলিজায় লাগেরে’ গানটির কথা ও সুর করেছেন মুহিন নিজেই। তিনি বলেন, ‘করোনায় সবাই যখন ঘরে, তখন এই আয়োজনের মাধ্যমে ঘরবন্দী মানুষকে যদি সামান্য আনন্দ দিতে পারি, আমার ভালো লাগবে।’

‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে ইতিমধ্যে গান করেছেন শিল্পী তানভির আলম সজীব, রাহুল আনন্দ, প্রিয়াঙ্কা গোপ, কনক আদিত্য, ইমরান, কোনাল, পিন্টু ঘোষ, পুলক, পারভেজ, ঐশী, কিশোর, দিনাত জাহান মুন্নী, এস আই টুটুল, অদিতি মহসিন, বেলাল খান, সাব্বির, রন্টি দাস, হায়দার হোসেন, ডিরকস্টার শুভ, হৈমন্তী রক্ষিত দাশ, ইউসুফ আহমেদ খান, আনুশেহ আনাদিল, ফিডব্যাক, দুই ভাই হৃদয় ও প্রত্যয় খান, সমরজিৎ রায়, মেহরাব, ইউসুফ, শান, তপন চৌধুরী, ওয়ারদা আশরাফ ও অভিনেতা চঞ্চল চৌধুরী। ফেসবুক লাইভের পর এ অনুষ্ঠান দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।