আজ দুই ঘণ্টা গান শোনাবেন মিঠু

আরিফুল ইসলাম মিঠু। ছবি : প্রথম আলো

আজ রাতে টানা দুই ঘণ্টা গান শোনাবেন শিল্পী আরিফুল ইসলাম মিঠু। আজ বৃহস্পতিবার রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনের ‘তোমায় গান শোনাব’ অনুষ্ঠানে শোনা যাবে তাঁর গান। করোনাভাইরাসের সঙ্গে মোকাবিলা শেষে আবারও গানে ফিরতে পেরে দারুণ উচ্ছ্বসিত এই শিল্পী।

সপরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মিঠু। পরিবারের অন্য সদস্যরা বাড়িতে চিকিৎসা নিয়ে সেরে উঠলেও বেশ কিছুদিন বনশ্রীর একটি হাসপাতালে ছিলেন বলে জানালেন শিল্পী। তাঁর অসুস্থতার খবর ফেসবুক মারফত জেনে যান দেশ–বিদেশে ছড়িয়ে থাকা তাঁর ভক্তরা। তাঁদের অনেকেই আর্থিকভাবে সহযোগিতা করেছেন প্রিয় শিল্পীকে। এ জন্য সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন এই শিল্পী।

বৈঠকি ঢঙে রাগভিত্তিক গান করে শ্রোতাপ্রিয় হয়ে উঠেছিলেন আরিফুল ইসলাম মিঠু। তাঁর গাওয়া ‘চাঁদের ঈর্ষা হবে তোমায় দেখে’ গানটি গত শতকের নব্বইয়ের দশকের শ্রোতারা খুব পছন্দ করেছিলেন। ১৯৯৭ সালে প্রকাশিত তাঁর ‘তোমার দুটি নয়ন’ অ্যালবামটি ছিল সুপারহিট। দীর্ঘদিন নতুন গান প্রকাশ থেকে বিরত ছিলেন তিনি। তবে নিয়মিত চালিয়ে গেছে গান। সুধীজনদের আয়োজনে ঘরোয়া নানা আসরে গেয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি।