আজীবন সম্মাননা পেলেন ফেরদৌস ওয়াহিদ

অনুষ্ঠানের শুরুতেই ফেরদৌস ওয়াহিদকে আজীবন সম্মাননা দেওয়া হয়ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

গত কয়েক বছর বেশ জমকালো আয়োজন করে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড দেওয়া হয়। করোনা সতর্কতার কারণে এবার জমকালো তবে তুলনামূলক ছোট পরিসরে দেওয়া হয়েছে ‘ঐক্য-চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’–এর ১৫তম আসরের পুরস্কার । যথাযথ স্বাস্থ্যবিধি মেনে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে গত বৃহস্পতিবার রাতে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের কাছে। এদিন ছিল দেশের তারকা সংগীতশিল্পী, গীতিকার, সুরকারদের মিলনমেলা। আর এ আসরেই আজীবন সম্মাননা জানানো হয় গুণী শিল্পী ফেরদৌস ওয়াহিদকে।

এবার সেরা ব্যান্ড দলের পুরস্কার পেয়েছে শিরোনামহীন
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

বাংলা সংগীতে বিশেষ অবদানের জন্য ফেরদৌস ওয়াহিদের হাতে এ পুরস্কার তুলে দেওয়া হয়। এ প্রসঙ্গে ফেরদৌস ওয়াহিদ বলেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ আয়োজকদের প্রতি, আমাকে এত বড় সম্মাননায় সন্মানিত করার জন্য। আমি আসছে বছর থেকে গান ছেড়ে দেব কিন্তু, তার আগেই এত বড় পাওয়া আমি কখনো আশা করিনি।’

ছিল সংগীতশিল্পী ইমরান ও চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার পরিবেশনাও
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

অনুষ্ঠানে মঞ্চে ছেলে হাবিব ওয়াহিদের সঙ্গে গান পরিবেশন করেন ফেরদৌস ওয়াহিদ।
এবার ‘সেরা ব্যান্ড’ হিসেবে ‘ঐক্য–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’ পেয়েছে ‘শিরোনামহীন’। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যান্ডটির প্রতিষ্ঠাতা, গীতিকার ও বেইজ গিটারিস্ট জিয়াউর রহমান জিয়া বলেন, ‘টানা দ্বিতীয়বারের মতো ‘সেরা ব্যান্ড’–এর পুরস্কার পেল শিরোনামহীন। এটি নিঃসন্দেহে আমাদের পুরো দলের জন্য অনুপ্রেরণার।

তিনি বলেন, ‘আমাদের দেশে সরকারি–বেসরকারি বহু পুরস্কার প্রদানের বিষয়টি আছে। কিন্তু কোনো অ্যওয়ার্ড শোতে ‘ব্যান্ড মিউজিক’ ক্যাটাগরিটি নেই। সব জায়গাতে ‘সংগীত’ নামে একটি বিভাগ থাকলেও সেটা আধুনিক বা সিনেমার গানের জন্য। ব্যান্ড মিউজিক যাঁরা করেন, তাঁদের সেখানে সাবমিট করারই থাকে না, এ ক্ষেত্রে ব্যতিক্রম এ পুরস্কার।’

মঞ্চে চিত্রনায়ক ফেরদৌস ও সংগীতশিল্পী কনা
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে

এ ছাড়া অনুষ্ঠানে ‘ঐক্য–চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০২০’-এ যেসব ক্যাটাগরিতে দেওয়া হলো পুরস্কার: আজীবন সম্মাননা ও বিশেষ সম্মাননা, শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত (যন্ত্র), শ্রেষ্ঠ উচ্চাঙ্গসংগীত (কণ্ঠ), নজরুলসংগীত, শ্রেষ্ঠ রবীন্দ্রসংগীত, শ্রেষ্ঠ লোকসংগীত, শ্রেষ্ঠ আধুনিক গান, শ্রেষ্ঠ ব্যান্ড, শ্রেষ্ঠ সাউন্ড ইঞ্জিনিয়ারিং, শ্রেষ্ঠ নবাগত শিল্পী, শ্রেষ্ঠ ছায়াছবির গান, শ্রেষ্ঠ সংগীত পরিচালক (আধুনিক), শ্রেষ্ঠ সংগীত পরিচালক (ছায়াছবি), শ্রেষ্ঠ গীতিকার (আধুনিক), শ্রেষ্ঠ গীতিকার (ছায়াছবি), শ্রেষ্ঠ মিউজিক ভিডিও, শ্রেষ্ঠ অনলাইন পপুলার ক্রিয়েশন, শ্রেষ্ঠ শিল্পী, যন্ত্রসংগীত, মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ শিল্পী), মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ সংগীত পরিচালক), মুজিব শতবর্ষে বঙ্গবন্ধুর গান (শ্রেষ্ঠ গীতিকার) এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি।
ইজাজ খান স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে ছিল দুটি বিশেষ চমক। আর একসঙ্গে মঞ্চে চমক দুটি গান নিয়ে হাজির হন সংগীতশিল্পী তাহসান খান ও টিনা রাসেল এবং চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও ইমরান। অনুষ্ঠানটি আগামী বছরের প্রথম দিনেই দর্শক চ্যানেল আইয়ের পর্দায় দেখতে পারবেন।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন তাহসান ও টিনা রাসেল
ছবি: চ্যানেল আইয়ের সৌজন্যে