আপেলের নতুন গান ‘দূরে যাও’

ম্যাক আপেল

চ্যানেল আই সেরাকণ্ঠের ষষ্ঠ মৌসুমের কথা। প্রয়াত গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের সামনে তাঁর লেখা ও সুর করা ‘যদি তোমার আগে পৃথিবী ছেড়ে চলে যাই কোনো দিন/ তুমি সাদা শাড়ি পরো না কখনো’ গানটি গেয়েছিলেন ওই আসরের চূড়ান্ত পর্বের প্রতিযোগী সংগীত শিল্পী আল-আমিন ইবনে কবির। সংগীতাঙ্গনে তিনি ম্যাক আপেল নামে পরিচিত। গানটি শোনার পর আপেলের প্রশংসা করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং বিচারক প্যানেলের অন্য সদস্য কুমার বিশ্বজিৎ ও সামিনা চৌধুরী। গানটির মূল শিল্পী কুমার বিশ্বজিৎ আপেলকে উদ্দেশ্য করে বলেছিলেন, ‘তোমার একটাই দোষ, তা হলো, গায়কিতে তুমি নির্দোষ।’

আপেলের পুরো নাম আল-আমিন ইবনে কবির। অগ্রজ শিল্পীদের প্রশংসা অনুপ্রেরণা হিসেবে নিয়েছেন আপেল। চালিয়ে গেছেন সংগীতচর্চা। ঈদ উপলক্ষে আজ ইউটিউবে প্রকাশ হচ্ছে আপেলের লেখা ও সুর করা মৌলিক গান ‘দূরে যাও’। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাফিউল ইসলাম।

ম্যাক আপেল

বগুড়ায় চিত্রায়িত হয়েছে গানের ভিডিওটি। সেখানে একটি চরিত্রে আপেলকেও দেখা যাবে। আপেল জানিয়েছেন, তাঁর জন্ম ও বেড়ে ওঠা বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর পাড়ে। শৈশবে গানে হাতেখড়ি ওস্তাদ মমতাজুর রহমানের কাছে। এরপর সঞ্জয় চাকী, দীপ্তরাজ গাইন, সুজিত সাগরের কাছেও গানের তালিম নিয়েছেন। বর্তমানে গান শিখছেন ওস্তাদ ইউসুফ ইমামের কাছে।

গানের পাশাপাশি বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন আপেল। তিনি বলেন, ‘আগে চারটি মৌলিক গান করেছি। “দূরে যাও” আমার পঞ্চম মৌলিক গান। ইউটিউব ও টেলিভিশনে গান করার পাশাপাশি দেশ-বিদেশে মঞ্চেও শো করছি। পাশাপাশি গানের কম্পোজিশনও করছি। ছোটখাটো একটি রেকর্ডিং স্টুডিও করেছি। নতুন একটি চলচ্চিত্রে সংগীত পরিচালক হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছি।’

চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন তিনি