আমাগো দিনে প্রেম আছিল গোপন বিষয়!

মিউজিক ভিডিওর চিত্রধারণের ফাঁকে কাঙ্গালিনী সুফিয়া
মিউজিক ভিডিওর চিত্রধারণের ফাঁকে কাঙ্গালিনী সুফিয়া

দীর্ঘদিন পর নতুন গানে কণ্ঠ দিলেন লোকগানের খ্যাতনামা শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। তাঁর সঙ্গে একই গানে সুর মেলালেন এ প্রজন্মের দুই শিল্পী কনা ও মার্সেল। যে গানের কথায় কাঙ্গালিনী সুফিয়া গুণের গুণ করেছেন আর কনা ও মার্সেল করছেন রূপের অহংকার। দুই প্রজন্মের এই তিন শিল্পীর গানের শিরোনাম ‘প্রেমিক বাঙাল’।

ইতিমধ্যে গানটিতে তিন শিল্পীই কণ্ঠ দিয়েছেন। ‘আহা রে কী দিন আইল এই দুনিয়ায়/ এক তুড়িতে প্রেম–পিরিতি ভাঙিয়া যায়/ আমাগো দিনে প্রেম আছিল গোপন বিষয়’ এমন কথার গানটি লিখেছেন সোমেশ্বর অলি। সুর ও সংগীত করেছেন শাহরিয়ার মার্সেল। সময়ের চাহিদানুযায়ী গানটির মিউজিক ভিডিও প্রকাশ করবে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি। এরই মধ্যে রাজু রাজের পরিচালনায় গানটির ভিডিও তৈরি হয়েছে।

বেশ কিছুদিন নানা রোগে ভুগছিলেন লোকগানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া। গত ডিসেম্বরে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত অসুস্থতা নিয়ে সাভারের একটি হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসা নিয়েছেন। বার্ধক্যজনিত কারণে বেশ দুর্বলও হয়ে গেছেন। অসুস্থতা, বার্ধক্য; সবকিছু ছাপিয়ে নতুন গানের নিজের গুণ ভালোভাবেই প্রমাণ দিয়েছেন। এ ছাড়া ভিডিওচিত্রে তাঁকে একেবারেই ভিন্নভাবে দেখা যাবে বলে জানালেন নির্মাতা। মডেল হৃদি শেখ, শিল্পী-সুরকার মার্সেলসহ একদল নৃত্যশিল্পী ভিডিওতে মডেল হিসেবে অংশ নিয়েছেন। নতুন গান এবং ভিডিওচিত্রে অংশ নিয়ে দারুণ খুশি কাঙ্গালিনী সুফিয়া। বলেন, ‘আমারে নতুন রূপে দেখা যাবে এ ভিডিওতে। শুটিং করতে মজাই লাগসে।’ গান ও গানের ভিডিও প্রসঙ্গে কনা বলেন, ‘কাঙ্গালিনী সুফিয়া একজন বিখ্যাত লোকশিল্পী। তাঁর সঙ্গে গান করতে পেরে নিজের মধ্যে একটা ভালো লাগা আছে। গানটির মধ্যে তথ্য আছে। দুই প্রজন্মকে এক করে গানটি তৈরি করা হয়েছে। গানটি এ সময়ের নতুন প্রজন্মকে একটা মেসেজ দেবে।’

মিউজিক ভিডিওর একটি দৃশ্যে দুই মডেলের সঙ্গে কাঙ্গালিনী সুফিয়া
মিউজিক ভিডিওর একটি দৃশ্যে দুই মডেলের সঙ্গে কাঙ্গালিনী সুফিয়া

প্রেমিক বাঙাল সম্পর্কে সুরকার শিল্পী মার্সেল বলেন, ‘হুট করে নয় বরং দীর্ঘদিন ভেবেচিন্তে গানটি বানিয়েছি। চেয়েছি, এই গানের মাধ্যমে কাঙ্গালিনী সুফিয়াকে নতুন করে এ প্রজন্মের কাছে তুলে ধরতে। এতটুকু বলতে পারি, ভিডিওতে সবাই নতুন এক কাঙ্গালিনী সুফিয়াকে দেখতে পাবেন।’

দীর্ঘদিন আগে গানটি গাঁথা হয়েছে বলে জানালেন গানটির গীতিকার সোমেশ্বর অলিও। তিনি বলেন, ‘বছর দেড়েক আগে এই গানটির পরিকল্পনা করা হয়। লেখার পর সুর, সংগীতায়োজন ও ভিডিও কেমন হবে এ নিয়ে ভালোই কাঠখড় পোড়াতে হয়েছে।’

জানা গেছে, আগামী পবিত্র ঈদুল ফিতরে সিএমভি ইউটিউব চ্যানেলে উঠবে গানের ভিডিওটি। পাশাপাশি দেশের বিভিন্ন অডিও ও ভিডিও সাইটে প্রকাশিত হবে গানটি।

বাউলগানের শিল্পী কাঙ্গালিনী সুফিয়া মাত্র ১৪ বছর বয়সে গ্রামীণ অনুষ্ঠানে গেয়ে শিল্পী হিসেবে পরিচিতি পান। এরপর বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত হয়। পেয়েছেন ৩০টি জাতীয় ও ১০টি আন্তর্জাতিক পুরস্কার। তাঁর গাওয়া জনপ্রিয়তা পাওয়া গানগুলোর মধ্যে ‘কোনবা পথে নিতাইগঞ্জে যাই’, ‘পরানের বান্ধব রে, বুড়ি হইলাম তোর কারণে’, ‘নারীর কাছে কেউ যায় না’ এবং ‘আমার ভাটি গাঙের নাইয়া’ গানগুলো উল্লেখযোগ্য। এবারই প্রথম নবীন প্রজন্মের দুই শিল্পীর সঙ্গে এক গানে কণ্ঠ দিয়েছেন তিনি।