‘আমি বলিনি মাইলস ছেড়ে দিয়েছি’

শাফিন আহমেদ
প্রথম আলো

নিজের ফেসবুক পেজে গত শনিবার দিবাগত রাতে একটি ভিডিও পোস্ট করেন শাফিন আহমেদ। সেই ভিডিওর সূত্রে বিভিন্ন পোর্টাল ও সংবাদপত্রে খবর প্রকাশিত হয়, আবারও মাইলস ছাড়ছেন এই শিল্পী। সেখানে তিনি বলেছেন, কেন মাইলসের বর্তমান লাইনআপের সঙ্গে কাজ করতে চান না তিনি। গতকাল প্রথম আলোর ফেসবুক লাইভে বলেছেন, ‘আমি বলিনি মাইলস ছেড়ে দিয়েছি।’

শাফিন আহমেদ বলেন, ‘আমি বলেছি, এখনকার মাইলস সদস্যদের সঙ্গে আমার আর মিউজিক করার ইচ্ছা নেই। মাইলস ছেড়ে দেওয়া অন্য অর্থ বহন করে, আমি সে কথা বলিনি। মাইলস আমার হাতে গড়া ব্যান্ড। আমার বহু কষ্টের ফলে মাইলস এই জায়গায় অবস্থান করছে। মাইলস ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। সবার সঙ্গে মিউজিক করা যায় না। মিউজিক একটা পবিত্র কাজ। একসঙ্গে কাজ করতে গেলে একসঙ্গে অনেক সময় কাটাতে হয়। কিন্তু যেখানে মনের মিল একেবারেই নেই, সেখানে সংগীত করা সম্ভব নয়। আমি সরে থাকতে চাই, কিন্তু আমার সংগীতকর্ম থেমে থাকবে না।’ ব্যান্ডের কার্যক্রম বন্ধ করা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি, এই দলের পেছনে আমার শ্রম ও অবদান রয়েছে। আমি এর সুনাম ও ব্র্যান্ড ভ্যালু তৈরি করেছি। আমার সঙ্গে মীমাংসা না করে সেই সুবিধাগুলো তারা ব্যবহার করবে, সেটা ভালো দেখায় না।’

শাফিন আহমেদ জানান, বেশ কয়েক বছর ধরে নানা বিষয় নিয়ে ব্যান্ডের সদস্যদের মধ্যে বিভক্তি চলছিল। তিনি বলেন, ‘এত দিনে সেসবের সমাধান হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। ২০১৭ সালে এ নিয়ে কথা উঠেছিল। অনেকবার চেষ্টা করেও সেসবের কোনো অগ্রগতি হয়নি। সেসবের মধ্যে কিছু বিষয় আইনি, কিছু আর্থিক। দলের সদস্যদের মধ্যে আচার–ব্যবহার দুর্ব্যবহারের পর্যায়ে চেলে গিয়েছিল, যা খুলে বলা প্রায় অসম্ভব। নিজের মূল্যবোধ বিসর্জন দিয়ে, সবকিছু ঠিক আছে, এ রকম অভিনয় করে তাদের সঙ্গে মিউজিক করে যাওয়া, স্টেজ বা রেকর্ডিংয়ে অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। অন্যায় ও অনিয়মের প্রতিবাদ আমার নেচারের মধ্যে রয়েছে। সেসবের স্বাভাবিক সমাধান না হলে আমার আইনের সহায়তা নিতে হবে।’

প্রথম আলোর ফেসবুক পেজে ‘লাক্স ক্যাফে লাইভ: পর্ব ৬৩০’–এ অতিথি হিসেবে আসেন শাফিন আহমেদ। কবির বকুলের সঞ্চালনায় ‘শাফিন আহমেদ ও মাইলস’ শিরোনামে সাক্ষাৎকারটি দেখা যাবে প্রথম আলোর ফেসবুক পেজে।