‘আমি যুদ্ধ করে এসেছি’

প্রথম আলোর করোনাকালীন ফেসবুক লাইভ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ রাত সাড়ে ১০টায় গাইবেন আর্নিক। তিনি আজ শোনাবেন উইনিংয়ের ‘হৃদয়জুড়ে’, সুমনা হকের ‘মায়াবী এ রাত’, শাকিলা শর্মার ‘তোমাকে দেখলে মৌনতা’ এবং চিত্রা সিংয়ের গাওয়া ‘কথা ছিল দেখা হবে’ গানগুলো। আর্নিক বলেন, ‘প্রতিষ্ঠিত শিল্পীদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে সাহস করে নিজের “না বলা ভালোবাসা” গানটাও করব।

নাদেদজা সুলতানা আর্নিকসংগৃহীত

বিভিন্ন প্রতিযোগিতা থেকে উঠে আসা শিল্পীরা দাপিয়ে বেড়াচ্ছেন সংগীতভুবনে। তাঁদের ভিড়ে অনেকটাই একলা চলা এক শিল্পী নাদেদজা সুলতানা আর্নিক। ধীরে চলা শান্ত নদীটির মতো গান করে যাচ্ছেন তিনি। সেগুলো মুখে মুখে না ফিরলেও প্রশংসিত হচ্ছে। প্রথম আলোর করোনাকালের আয়োজন ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ গাইবেন তিনি।

চট্টগ্রামের মেয়ে আর্নিক। গানের ভুবনে আসার একটি মিষ্টি গল্প আছে তাঁর। বাড়ির কাছে পাহাড়ি এক মন্দিরে একবার উৎসব চলছিল। পরিচিত একটি গান গাইছিলেন স্থানীয় এক তরুণী। মাকে ডেকে সেই গান শোনালেন আর্নিক। তারপর ঘরে ডেকে নিজে গাইলেন গানটি। মায়ের কাছে জানতে চাইলেন, ‘ওর গান বেশি ভালো লাগল নাকি আমারটা?’ মা সেদিন বলেছিলেন, ‘ওরটা মন্দ নয়, তবে তোমারটা একটু শ্রুতিমধুর।’ গল্পটি ভাগাভাগি করে আর্নিক বলেন, ‘সেদিন মনে হলো তবে আমি কেন মঞ্চে গাইব না।’ তারপর ২০০৯ সাল থেকে সংগীতভুবন পেল এই শিল্পীকে।

আর্নিক
সংগৃহীত

শাস্ত্রীয় সংগীত শিখেছেন আর্নিক। গানের প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ানের দ্বিতীয় আসরের শুরুতেই ছিটকে পড়েছিলেন। তাতে যেন একটু সুবিধাই হয়েছে তাঁর। অনেকেই জানতে চান, কোন প্রতিযোগিতা থেকে এসেছেন। আর্নিক তখন বলেন, ‘অনেকেই প্রতিযোগিতা করে সংগীত জগতে আসে। আমি প্রতিযোগিতা করে আসিনি, আমি এসেছি যুদ্ধ করে।’ ইতিমধ্যে বেশ কিছু মৌলিক গান করেছেন তিনি। সেসবের মধ্যে উল্লেখযোগ্য ‘নীলিমা’, ‘বলি আমার’, ‘জলছবি’, ‘মেঘলা দিন’। আর্নিক বলেন, ‘আমি হয়তো অনেক জনপ্রিয় শিল্পী নই, কিন্তু আমার গান যাঁরা শুনেছেন, তাঁরা পছন্দ করেছেন। কোনো বড় প্ল্যাটফর্ম থেকে আমি আসিনি। কিন্তু সংগীতাঙ্গনের কিছু মানুষের নিঃস্বার্থ সহযোগিতায় এগিয়ে যেতে আমার তেমন অসুবিধা হচ্ছে না।’

আর্নিক
সংগৃহীত

প্রথম আলোর করোনাকালীন ফেসবুক লাইভ ‘ঘরে বসে শোনাব গান’ অনুষ্ঠানে আজ রাত সাড়ে ১০টায় গাইবেন আর্নিক। তিনি আজ শোনাবেন উইনিংয়ের ‘হৃদয়জুড়ে’, সুমনা হকের ‘মায়াবী এ রাত’, শাকিলা শর্মার ‘তোমাকে দেখলে মৌনতা’ এবং চিত্রা সিংয়ের গাওয়া ‘কথা ছিল দেখা হবে’ গানগুলো। আর্নিক বলেন, ‘প্রতিষ্ঠিত শিল্পীদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে সাহস করে নিজের “না বলা ভালোবাসা” গানটাও করব। আশা করি, খারাপ লাগবে না। সব সময়ই নিজের মৌলিক গানগুলোর প্রশংসা পেয়ে আসছি।’ নতুন বেশ কিছু গান করার প্রস্তুতি নিচ্ছেন আর্নিক। রেকর্ড করে রাখা কিছু গান রয়েছে প্রকাশের অপেক্ষায়। সব মিলিয়ে যথেষ্ট কর্মব্যস্ততায় কাটছে এই তরুণ শিল্পীর দিন।